সিবিআই (CBI) (কেন্দ্রীয় তদন্ত ব্যুরো) সাইবার অপরাধীদের বিরুদ্ধে একটি বড় মামলা রুজু করেছে, যারা “ভূত” (Ghost) সিম কার্ড ব্যবহার করে নানা ধরনের অপরাধে জড়িত। এই তদন্তে (CBI) ৩৮ জন পয়েন্ট অফ সেল (PoS) এজেন্টদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, যারা প্রায় ১১০০টি নকল সিম বিক্রি করেছে।
তদন্তে (CBI) দেখা গেছে, সাইবার অপরাধীরা নিজেদের পরিচয় গোপন রাখতে এবং ভিকটিমদের সঙ্গে যোগাযোগ করার জন্য অন্য কারো নামে রেজিস্টার করা “ভূত” সিম ব্যবহার করে। গত বছর থেকে সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ বিশ্লেষণ করে দেখা গেছে, এসব সিমের বেশির ভাগ ব্যবহার দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চলছে।
সিবিআইয়ের তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, দেশে প্রায় ৬৪,২৪৩টি মোবাইল নম্বর সন্দেহজনক ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। এর মধ্যে ১,৯০৩টি PoS এর মাধ্যমে এসব সিম বিক্রি হয়েছে। অতিরিক্ত অভিযোগের ভিত্তিতে ৮৪টি PoS এর নাম চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে ৩৯টি এখনো কার্যক্রম চালাচ্ছে। এদের মধ্যে অনেক এজেন্টের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন রাজ্যের সাইবার সেল মামলা করেছে।
তদন্তে উঠে এসেছে, যে কেউ PoS-এ গিয়ে সিম নিতে গেলে তাকে বলা হয় তার ই-কেওয়াই (eKYC) ব্যর্থ হয়েছে। এরপর আবার ই-কেওয়াই চেয়ে তারা একটি “ভূত” সিম সাইবার অপরাধীর হাতে তুলে দেয়। এই সিম ব্যবহার করে অপরাধীরা মিউল ব্যাংক অ্যাকাউন্ট খুলে প্রতারণামূলক কল ও অন্য অপরাধে লিপ্ত হয়।
সিবিআই বলেছে, “টেলিকম সার্ভিস প্রোভাইডারদের এক্সিকিউটিভদের ভূমিকা খতিয়ে দেখা জরুরি।” এই তদন্ত এখনো চলছে এবং এর মাধ্যমে নকল সিম ও সাইবার অপরাধের পেছনের বড়ো জাল ফাঁস হতে পারে বলে আশা করা হচ্ছে।