Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • ISIS Terrorist: পুনেতে বিস্ফোরণের পরিকল্পনা! ইন্দোনেশিয়া থেকে মুম্বই ফিরতেই গ্রেপ্তার দুই আইএস জঙ্গি
দেশ

ISIS Terrorist: পুনেতে বিস্ফোরণের পরিকল্পনা! ইন্দোনেশিয়া থেকে মুম্বই ফিরতেই গ্রেপ্তার দুই আইএস জঙ্গি

Email :6

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আইএসআইএস-এর (ISIS Terrorist) পুনে স্লিপার সেল মামলায় দুই বছর ধরে পলাতক থাকা দুই মূল অভিযুক্তকে (ISIS Terrorist) অবশেষে গ্রেপ্তার করল জাতীয় তদন্ত সংস্থা (NIA)। গ্রেপ্তার হওয়া দুই জন (ISIS Terrorist) হল আব্দুল্লাহ ফয়েজ শেখ ওরফে ‘ডায়াপারওয়ালা’ এবং তালহা খান।

এই দুই জঙ্গিকে মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ২-এ ইমিগ্রেশন ব্যুরো আটক করে। তারা ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে ভারতে ফিরছিল। পরে তাদের NIA নিজেদের হেফাজতে নেয়।

তদন্তকারীরা জানিয়েছেন, ২০২৩ সালের পুনে বিস্ফোরণ ষড়যন্ত্রের মূল অভিযুক্ত এই দুই জন। তারা ২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে পুনের কন্ডওয়ায় একটি ভাড়া বাড়িতে IED তৈরির কাজ করছিল। সেখানেই বোমা বানানোর ও প্রশিক্ষণের ‘ওয়ার্কশপ’ চলত, এমনকি একটি কন্ট্রোলড বিস্ফোরণও তারা করেছিল, পরীক্ষা করার জন্য। এই দুই জঙ্গির নামে অ-জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল, এবং তাদের ধরিয়ে দিতে ৩ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল NIA।

তদন্তে উঠে এসেছে, শেখ, খান এবং আরও ৮ জন মিলে ভারতে জিহাদি হামলার ছক কষেছিল, যার উদ্দেশ্য ছিল সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেশে খিলাফতি কায়েম করা, সম্পূর্ণ আইএসআইএস-এর মতাদর্শ অনুযায়ী। অন্য ৮ জন অভিযুক্ত আগেই গ্রেপ্তার হয়ে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছে। তারা হল—মোহাম্মদ ইমরান খান, মোহাম্মদ ইউনুস সাকি, আব্দুল কাদির পাঠান, সিমাব কাজি, জুলফিকার বারোদওয়ালা, সামিল নাচান, আকিফ নাচান, ও শাহনওয়াজ আলম।

এই মামলায় ইতিমধ্যেই অস্ত্র আইন, বিস্ফোরক আইন, UAPA এবং ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় চার্জশিট দায়ের করেছে NIA।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts