ইউক্রেনের পক্ষে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করায় অস্ট্রেলিয়ার (Australian) এক নাগরিককে ১৩ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল রাশিয়ার আদালত (Australian) । ৩৩ বছর বয়সি অস্কার জেনকিন্স-এর বিরুদ্ধে ভাড়াটে সৈনিক (Australian) হিসেবে যুদ্ধ করার অভিযোগে লুহানস্কের আদালত এই রায় দিয়েছে। এমনটাই জানিয়েছে রাশিয়া-নিয়ন্ত্রিত ডনবাস অঞ্চলের সরকারি কৌঁসুলিরা (Australian) ।
রুশ প্রসিকিউটরদের দাবি, ২০২৩ সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত ইউক্রেনের সেনাবাহিনীর হয়ে যুদ্ধ করেন অস্কার। রায় অনুযায়ী, তাঁকে সর্বোচ্চ নিরাপত্তা সম্পন্ন জেলে ১৩ বছর সাজা ভোগ করতে হবে।