Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • Rajnath Singh: ২৩ মিনিটেই অভিযান সাফল্য, এখনও ট্রেলার চলছে— পাকিস্তানকে হুঁশিয়ারি রাজনাথের
দেশ

Rajnath Singh: ২৩ মিনিটেই অভিযান সাফল্য, এখনও ট্রেলার চলছে— পাকিস্তানকে হুঁশিয়ারি রাজনাথের

Email :7

“২৩ মিনিটই যথেষ্ট ছিল। যতক্ষণে সকালের চা খাচ্ছেন আপনি, ততক্ষণে ভারতীয় বায়ুসেনা শত্রুদের মুছে দিয়েছে।” শুক্রবার গুজরাটের ভূজ বায়ুসেনা ঘাঁটি থেকে এমনই কড়া বার্তা দিলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী (Rajnath Singh) রাজনাথ সিং। ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্য তুলে ধরে তিনি (Rajnath Singh) জানান, এই অভিযান শুধু শুরু — পুরো ছবি দেখা এখনও বাকি।

প্রতিরক্ষা মন্ত্রীর (Rajnath Singh) ভাষায়, “অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি। এটা একটা ট্রেলার মাত্র। সময় এলে গোটা ছবি দেখানো হবে।” তাঁর মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের প্রতিরক্ষা নীতি ও সেনার কার্যক্ষমতায় ঐতিহাসিক পরিবর্তন এসেছে। তিনি বলেন, “আমরা ভগবান রামের নীতিতেই চলি — শান্তি চাই, কিন্তু প্রয়োজনে শক্তি প্রয়োগে দ্বিধা করি না।”

রাজনাথ সিং এদিন আন্তর্জাতিক মঞ্চেও ভারতের অবস্থান স্পষ্ট করেন। সম্প্রতি আইএমএফ পাকিস্তানকে ৭০০ কোটি মার্কিন ডলারের ঋণ থেকে প্রাথমিক পর্যায়ে ১০০ কোটি ডলার ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে। এই প্রসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রীর কড়া বার্তা, “এই টাকার বড় অংশই সন্ত্রাসবাদে ব্যবহৃত হবে, এটা নিশ্চিত। ভারত আইএমএফকে যে আর্থিক সাহায্য করে, সেটা ঘুরপথে আমাদের বিরুদ্ধেই ব্যবহৃত হোক, তা আমরা মানতে পারি না।”

তিনি দাবি করেন, পাকিস্তানের সন্ত্রাসবাদে মদতদানের অতীত ইতিহাসের ভিত্তিতে আইএমএফ-কে পুনর্বিবেচনা করতে হবে তাদের ঋণ সিদ্ধান্ত। “IMF যেন সাবধান থাকে। এই টাকা মানুষের উন্নয়ন নয়, জঙ্গি প্রশিক্ষণে যাবে। আমরা বিশ্বে এই বার্তাই দিতে চাই,” বলেন রাজনাথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts