Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • Weather Update: আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে কালবৈশাখী! পাঁচ জেলায় সতর্কতা জারি
জেলা

Weather Update: আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে কালবৈশাখী! পাঁচ জেলায় সতর্কতা জারি

Email :106

একদিকে কাঠফাটা রোদ, অন্যদিকে ভ্যাপসা গরমে হাঁসফাঁস বঙ্গবাসী (Weather Update)। এই দাবদাহের মাঝে সাময়িক স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস (Weather Update)। আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যের পাঁচ জেলায় ধেয়ে আসছে কালবৈশাখী, হতে পারে শিলাবৃষ্টিও (Weather Update)।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী— বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় আগামী দুই দিনে ৬০-৭০ কিমি প্রতি ঘণ্টার দমকা হাওয়ায় কালবৈশাখীর সম্ভাবনা প্রবল। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ রাজ্যের সব জেলাতেই। দমকা হাওয়ার গতি হতে পারে ৩০-৫০ কিমি প্রতি ঘণ্টা। শুক্রবার কালবৈশাখী হানা দিতে পারে নদিয়া ও মুর্শিদাবাদে। শনিবার ও রবিবার ঝড়বৃষ্টি হতে পারে সারা রাজ্যে। সোমবার আবারও ঝড়ের আশঙ্কা রয়েছে নদিয়া ও মুর্শিদাবাদে।

এদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে বলে পূর্বাভাস। কিছু জেলায় হতে পারে ভারী বৃষ্টি। তবে তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হবে না।

আরও বড় খবর, বর্ষা সময়ের আগেই ঢুকে পড়েছে নিকোবর দ্বীপপুঞ্জে। আগামী তিন-চার দিনের মধ্যে মৌসুমী বায়ু আন্দামান দ্বীপপুঞ্জ ও মধ্য বঙ্গোপসাগরেও প্রবেশ করতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

গরমে জ্বলছে রাজ্য, তবে কালবৈশাখীর ছোঁয়ায় মিলতে পারে কিছুটা স্বস্তি। তবে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার জন্য সতর্ক থাকতে বলেছে হাওয়া অফিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts