হাসপাতালে দীর্ঘ ২৪ দিনের চিকিৎসার পর আজ, বৃহস্পতিবার ছাড়া পেলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ ( CV Ananda Bose ) বোস। কলকাতার এক বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের মতে, বর্তমানে তিনি ( CV Ananda Bose )পুরোপুরি সুস্থ। তবে শারীরিক পুনরুদ্ধারের জন্য কিছুদিন কাজের চাপ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে ( CV Ananda Bose )।
গত ২২ এপ্রিল, বাম কাঁধে ব্যথা ও বুকে অস্বস্তি নিয়ে হাসপাতালে ভর্তি হন রাজ্যপাল বোস। সেদিন এক দফতর পরিদর্শনের সময় অতিরিক্ত কাজের চাপে অসুস্থতা অনুভব করেন তিনি। প্রাথমিক পরীক্ষার পর জানা যায়, তাঁর হৃদযন্ত্রে সামান্য সমস্যা রয়েছে। এরপর থেকেই চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলতে থাকে।
চিকিৎসকদের দেওয়া সর্বশেষ মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, রাজ্যপালের রক্তে অক্সিজেনের মাত্রা ১০০ শতাংশ, রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রাও স্বাভাবিক রয়েছে। সমস্ত স্বাস্থ্য পরীক্ষার ফল ইতিবাচক হওয়ায় বৃহস্পতিবার তাঁকে ছাড়পত্র দেওয়া হয়েছে।