Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • Pakistani Flag: অনলাইনে বিক্রি করা যাবে না পাকিস্তানের পতাকা! ইকমার্সের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্তের পথে ভারত
দেশ

Pakistani Flag: অনলাইনে বিক্রি করা যাবে না পাকিস্তানের পতাকা! ইকমার্সের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্তের পথে ভারত

Email :116

ভারতের মাটিতে পাকিস্তানের জাতীয় (Pakistani Flag) পতাকা ও সেই চিহ্ন সংবলিত পণ্য বিক্রি বন্ধে এবার কঠোর অবস্থান নিল কেন্দ্র সরকার। বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মে পাকিস্তানি পতাকা (Pakistani Flag) বা পতাকা-আঁকা জার্সির মতো পণ্য বিক্রি হওয়ায় তীব্র ক্ষোভ জানিয়েছে কেন্দ্রীয় সরকার। জানানো হয়েছে, এরকম কার্যকলাপ চলতে থাকলে কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে সংস্থাগুলিকে (Pakistani Flag)— এমনকি বন্ধও করতে হতে পারে ব্যবসা (Pakistani Flag)।

সম্প্রতি সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি (CCPA)-র তরফে অ্যামাজন, ফ্লিপকার্ট, ইবে, উবাই ইন্ডিয়া, ইটসি, দ্য ফ্ল্যাগ কোম্পানি ও দ্য ফ্ল্যাগ কর্পোরেশন সহ একাধিক ই-কমার্স প্ল্যাটফর্মকে নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে স্পষ্টভাবে বলা হয়েছে:

পাকিস্তানের জাতীয় পতাকা বা সেই চিহ্ন সংবলিত কোনও পণ্য ভারতে বিক্রি করা যাবে না। যেসব প্রোডাক্ট ইতিমধ্যেই সাইটে লিস্টেড রয়েছে, সেগুলি অবিলম্বে সরাতে হবে। ভারতের আইন ও জনসংবেদনশীলতার প্রতি সম্মান দেখাতে হবে। না মানলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। এরকম বেআইনি কার্যকলাপের ক্ষেত্রে কেন্দ্র সরকার কোনওভাবেই ছাড় দেবে না। ক্রেতাসুরক্ষা মন্ত্রী প্রহ্লাদ যোশী বুধবার রাতে এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে লেখেন,

“পাকিস্তানি পতাকা এবং সংশ্লিষ্ট পণ্য বিক্রির বিষয়ে সিসিপিএ amazonIN, Flipkart, UbuyIndia, Etsy, দ্য ফ্ল্যাগ কোম্পানি এবং দ্য ফ্ল্যাগ কর্পোরেশনকে নোটিশ জারি করেছে। এই ধরনের অসংবেদনশীলতা সহ্য করা হবে না।”

প্রসঙ্গত, পহেলগাঁও-সহ সাম্প্রতিক ভারত-পাক উত্তেজনার আবহেই এই নোটিশকে বিশেষ গুরুত্বের চোখে দেখছে রাজনৈতিক মহল ও নিরাপত্তা বিশেষজ্ঞরা। সরকারের এই পদক্ষেপ আগামী দিনে ডিজিটাল প্ল্যাটফর্মে নজরদারি আরও জোরদার করবে বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts