পাকিস্তানের (Pakistan) সন্ত্রাসবাদে মদত দেওয়ার প্রমাণ আরও একবার সামনে এল। বিজেপি নেতা অমিত মালব্য বিস্ফোরক অভিযোগ এনেছেন যে, IMF থেকে পাওয়া আন্তর্জাতিক ঋণের টাকা পাকিস্তান (Pakistan) সরকার ব্যবহার করছে সন্ত্রাসবাদীদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে! সেক্ষেত্রে পরিবারের ১৪ জন সদস্য়কে হারিয়ে মাসুদ আজহার (Pakistan) পেতে পারেন ১৪ কোটি টাকা ক্ষতিপূরণ।
তিনি বলেন, “পাক সরকার ঘোষণা করেছে যে তারা জইশ-ই-মোহাম্মদ (JeM) এবং লস্কর-ই-তইবা (LeT)-এর সেইসব জঙ্গিদের বাড়ি পুনর্নির্মাণ করবে, যেগুলো ভারতে চালানো #অপারেশনসিন্ধুর-এর পাল্টা জবাবে ভারত ধ্বংস করেছিল।” শুধু তাই নয়, নিহত জঙ্গিদের পরিবারকেও এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার পরিকল্পনা করছে পাকিস্তান।
সবচেয়ে চমকপ্রদ তথ্য, মালব্যর অভিযোগ অনুযায়ী, এই সিদ্ধান্ত কার্যকর হলে, আন্তর্জাতিকভাবে ঘোষিত জঙ্গি ও JeM প্রধান মাসুদ আজহার নিজেই প্রায় ১৪ কোটি টাকা ক্ষতিপূরণ পেতে পারেন! কারণ, তার পরিবারের বহু সদস্য এই অপারেশনে নিহত হয়েছে বলে দাবি।
“IMF-এর টাকা দিয়ে জঙ্গিদের পুরস্কৃত করছে পাকিস্তান” — বিজেপির অভিযোগ
অমিত মালব্য টুইটে ব্যঙ্গ করে লেখেন, “দেখে ভাল লাগছে যে IMF-এর দেওয়া ঋণের অর্থ ‘সঠিক’ কাজে লাগাচ্ছে পাকিস্তান!”
ভারত ইতিমধ্যেই বহুবার অভিযোগ করেছে যে, পাকিস্তান তার মাটিকে সন্ত্রাসের আশ্রয়স্থল বানিয়েছে। এই ঘটনার মাধ্যমে আন্তর্জাতিক মহলের কাছে আরও একবার প্রমাণিত হলো যে পাকিস্তান শুধুমাত্র জঙ্গিদের আশ্রয় দেয় না, আর্থিক সুবিধাও দেয়।