দফায় দফায় বৈঠক, ফ্ল্যাগ মিটিং চললেও, কখন স্বামী ফিরে আসবেন তা নিয়ে অন্ধকারেই ছিলেন রজনী সাউ (BSF Jawan)। অবশেষে এল সুখবর — পাকিস্তানের হাত থেকে মুক্ত হলেন বাংলার বিএসএফ জওয়ান পূর্ণম সাউ (BSF Jawan)। দেশে ফিরেছেন তিনি, খবর পেয়েই আবেগে ভেসেছেন স্ত্রী রজনী (BSF Jawan)।
রজনী জানালেন, বিএসএফ কর্তারা নিয়মিত যোগাযোগ রাখছিলেন। তাঁদের আশ্বাসেই শক্তি পেয়েছেন তিনি। আজ সকাল সাড়ে দশটা নাগাদ বিএসএফের পক্ষ থেকে ফোনে জানানো হয়, পূর্ণম সাউ দেশে ফিরেছেন। ভিডিও কলে কথা হয়েছে স্বামী-স্ত্রীর। অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রজনীর সঙ্গে কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বলেন, “আমি কথা দিয়েছিলাম সাত দিনের মধ্যে আপনার স্বামীকে ফিরিয়ে দেব, আমি আমার কথা রেখেছি।”
শরীর এখনও কিছুটা দুর্বল হলেও স্থিতিশীল আছেন পূর্ণম, জানিয়েছেন রজনী।
তিনি বলেন, “আমার পাশে ছিল গোটা দেশ। সকলকে ধন্যবাদ জানাই। মোদীজির জন্যই আমার সিঁদুর রক্ষা হয়েছে। উনি থাকলে সবই সম্ভব।” পুলওয়ামার বদলার মতোই এবারও নিজের প্রিয়জনকে ফিরে পেয়ে সরকার এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ রজনী। ভারতীয় জওয়ান ফিরলেন, সঙ্গে ফিরল এক স্ত্রী’র মুখের হাসিও।