Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • Rinku Majumdar’s Son Death: কীভাবে মৃত্যু হয়েছে সৃঞ্জয় দাশগুপ্তের! সামনে এল বড় কারণ
রাজ্য

Rinku Majumdar’s Son Death: কীভাবে মৃত্যু হয়েছে সৃঞ্জয় দাশগুপ্তের! সামনে এল বড় কারণ

Email :7

রিঙ্কু মজুমদারের পুত্র সৃঞ্জয় দাশগুপ্তের (প্রতিম) রহস্যমৃত্যু (Rinku Majumdar’s Son Death) ঘিরে তৈরি হওয়া ধোঁয়াশা অনেকটাই কাটল ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে। সূত্রের খবর, চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে মনে করা হচ্ছে, ‘Acute Hemorrhagic Pancreatitis’-এর জটিলতাতেই মৃত্যু হয়েছে সৃঞ্জয়ের (Rinku Majumdar’s Son Death)। শরীরে বাইরে থেকে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি (Rinku Majumdar’s Son Death)।

প্রসঙ্গত, মৃত্যুর পর নিউটাউনের এক বেসরকারি হাসপাতাল থেকে তাঁর দেহ নিয়ে যাওয়া হয় বিধাননগর মহকুমা হাসপাতালে, যেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। সেখান থেকে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয় আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে।

রিঙ্কু দেবী নিজেই জানিয়েছেন, তাঁর ছেলে দীর্ঘদিন ধরেই স্নায়ুবিক সমস্যায় (নিউরো ইস্যু) ভুগছিলেন এবং নিয়মিত ওষুধ খেতে হত। তবে, ইদানিং তিনি নিয়মিত ওষুধ নিচ্ছিলেন না বলেও জানা গেছে।

চিকিৎসকদের সূত্রে খবর, সৃঞ্জয়ের দেহে কোনও ধরণের ‘ফাউল প্লে’ বা সন্দেহজনক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এমনকি আত্মহত্যার কোনও সরাসরি প্রমাণও মেলেনি।

এই প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, সাম্প্রতিক শারীরিক জটিলতাই হয়তো মৃত্যুর মূল কারণ, তবে চূড়ান্ত মন্তব্য ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে আসার পরই জানাবে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts