Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • Nadia: সেনা ও দেশের বিরুদ্ধে পোস্ট, চাপে নাকাশিপাড়ার মীর কাসিম
জেলা

Nadia: সেনা ও দেশের বিরুদ্ধে পোস্ট, চাপে নাকাশিপাড়ার মীর কাসিম

Email :103

নদিয়ার (Nadia) নাকাশিপাড়ায় ভারত-পাকিস্তান অস্থির পরিস্থিতির মধ্যে সামাজিক মাধ্যমে রাষ্ট্রবিরোধী ও সেনাদের অপমানজনক পোস্ট শেয়ার করার অভিযোগে গ্রেফতার হলেন এক প্রাক্তন সিটু নেতা। ধৃত ব্যক্তির নাম মীর কাসিম শেখ (Nadia)। তিনি খিদিরপুর উত্তরপাড়া, বেথুয়াডহরি (Nadia) এলাকার বাসিন্দা।

অভিযোগ, মীর কাসিম একটি পোস্ট শেয়ার করেন যেখানে লেখা ছিল, “পৃথিবীর মানচিত্র থেকে তিনটি দেশকে মুছে ফেলতে পারলে পৃথিবী শান্ত হবে।” এই পোস্টে আরও কিছু উস্কানিমূলক ও সেনাবিরোধী মন্তব্যও ছিল বলে দাবি।

এই ঘটনায় স্থানীয় বাসিন্দা অর্পণ বিশ্বাস নাকাশিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর সঙ্গে ছিলেন বেথুয়াডহরি নাগরিকবৃন্দ। তাঁরা এই ধরনের রাষ্ট্রবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এরপর সোমবার পুলিশ মীর কাসিমকে গ্রেফতার করে আদালতে তোলে।

অর্পণ বিশ্বাস জানিয়েছেন, “কাশ্মীরের মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে যখন ভারত-পাকিস্তান উত্তপ্ত, তখন উনি এমন পোস্ট করেছেন যা জাতিবিদ্বেষ ও সেনাদের অসম্মান করে। আমরা এর কঠোর প্রতিবাদ জানাচ্ছি।”

এ বিষয়ে সিটুর নাকাশিপাড়া উত্তর কমিটির সম্পাদক রেজ্জাক আহমেদ বলেন, “যেই দলেই থাকুন না কেন, যদি কেউ দেশবিরোধী পোস্ট করেন, তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। না হলে এরকম ঘটনা আরও বাড়বে। যিনি পোস্ট করেছেন, তিনি আমাদের সংগঠনের বাইরে। বহুদিন তাঁর সঙ্গে কোনও যোগাযোগ নেই। শোনা গেছে, তিনি শারীরিকভাবেও অসুস্থ।”

এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় প্রশাসন জানায়, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts