Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • BSF Jawan: পাক হেফাজতে সুস্থ আছেন বিএসএফ জওয়ান পূর্ণম! কী বললেন শুভেন্দু অধিকারী
জেলা

BSF Jawan: পাক হেফাজতে সুস্থ আছেন বিএসএফ জওয়ান পূর্ণম! কী বললেন শুভেন্দু অধিকারী

Email :63

অপারেশন সিঁদুরের আবহে দিন কুড়ি আগে পাকিস্তানের সেনাবাহিনীর হাতে আটক হওয়া বিএসএফ কনস্টেবল (BSF Jawan) পূর্ণম কুমার সাউ এখনও ফিরতে পারেননি। সীমান্তের ওপারে এখনও তাঁকে (BSF Jawan)আটকে রেখেছে পাকিস্তান রেঞ্জার্স । হুগলির রিষড়ার এই জওয়ানকে (BSF Jawan) ফিরিয়ে আনার দাবি জোরালো হলেও এখনো পর্যন্ত সফল হয়নি ভারতের কূটনৈতিক প্রচেষ্টা (BSF Jawan)।

জানা গেছে, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঠিক পরে সীমান্তে ডিউটিতে থাকা অবস্থায় শরীর খারাপ হয়ে একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন পূর্ণম। অজান্তেই তিনি সীমান্ত পেরিয়ে পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশ করেন। সেখানেই তাঁকে ধরে ফেলে পাকিস্তান রেঞ্জার্স। এরপর দুই দেশের মধ্যে ফ্ল্যাগ মিটিং হলেও এখনও তাঁকে ভারতের হাতে তুলে দেওয়া হয়নি।

এই পরিস্থিতিতে উদ্বিগ্ন পরিবার। পূর্ণমের বাড়িতে রয়েছেন তাঁর নাবালক ছেলে, অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী সাউ এবং বাবা-মা। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে কথা বলেন পূর্ণমের স্ত্রীর সঙ্গে। তাঁর শারীরিক অবস্থা ও পরিবারের খবর নেন মুখ্যমন্ত্রী।

এদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও জানিয়েছেন, বিএসএফের ডিজি দলজিৎ সিং চৌধুরির সঙ্গে তিনি ফোনে কথা বলেছেন পূর্ণমের বিষয় নিয়ে। শুভেন্দু জানান, “ডিজি আমাকে জানিয়েছেন, সংঘর্ষবিরতির পরিস্থিতিতে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে। পরিবারকে আমি আশ্বস্ত করেছি, পূর্ণম সুস্থ আছেন।”

শুধু পূর্ণমই নয়, বাংলাদেশ সীমান্তে ধরা পড়া কোচবিহারের কৃষক উকিল বর্মণের মুক্তির বিষয়েও বিএসএফ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন শুভেন্দু। সীমান্তে জমিতে কাজ করার সময় তাঁকে বর্ডার গার্ড বাংলাদেশ ধরে নিয়ে যায়। তিনিও এখন পর্যন্ত ফেরেননি।

উভয় ঘটনার দ্রুত সমাধান চেয়ে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে রাজ্য। দুই পরিবারেই জোর উদ্বেগ এবং প্রত্যাশা—তাঁদের প্রিয়জনরা দ্রুত সুস্থ অবস্থায় ঘরে ফিরবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts