Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • India Pakistan Tension: যুদ্ধবিরতির পরেও সীমান্তের আকাশে একাধিক পাক ড্রোনের উপস্থিতি! পরিস্থিতি শান্ত বলে দাবি সেনাবাহিনীর
দেশ

India Pakistan Tension: যুদ্ধবিরতির পরেও সীমান্তের আকাশে একাধিক পাক ড্রোনের উপস্থিতি! পরিস্থিতি শান্ত বলে দাবি সেনাবাহিনীর

Email :5

জম্মু, সাম্বা, আখনূর ও কাঠুয়ায় একাধিক সন্দেহভাজন ড্রোন দেখা যাওয়ার (India Pakistan tension) পরে মঙ্গলবার ভারতীয় সেনা জানায়, বর্তমানে কোনও নতুন ড্রোন গতিবিধি লক্ষ্য করা যায়নি এবং ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতির পরিস্থিতি বজায় রয়েছে (India Pakistan tension) । এই তথ্য সংবাদ সংস্থা এএনআইকে সেনা সূত্রে দেওয়া হয়েছে (India Pakistan tension) ।

এর আগে জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায় ড্রোনের উপস্থিতি নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়ায়। এএনআই প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, আকাশে লাল আলো ছুটছে এবং বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। দাবি করা হয়, পাকিস্তান থেকে আসা ড্রোন ভারতীয় বাহিনী ভূপাতিত করেছে।

পরবর্তী সময়ে জম্মু, আখনূর, নাগরোটা, অমৃতসর এবং পাঠানকোটেও ড্রোন দেখা যায় এবং ভারতীয় বাহিনী সেগুলি আটকায়। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান জম্মু, উদমপুর ও পাঠানকোটে ভারতীয় সেনাঘাঁটির দিকে ড্রোন হামলা চালায় বলে অভিযোগ। ড্রোনের উপস্থিতি রাজস্থান ও পাঞ্জাবেও ধরা পড়ে। একটি ড্রোন পোখরানে নামানো হয়, আরেকটি আটকানো হয় বারামুল্লায়। জলন্ধরেও একটি ড্রোন প্রতিহত করা হয়।

উল্লেখযোগ্যভাবে, ১০ মে ভারত ও পাকিস্তান সংঘর্ষবিরতি বজায় রাখার নতুন করে সমঝোতায় পৌঁছলেও, কিছু ঘণ্টার মধ্যেই শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর ফলে এলাকায় রেড অ্যালার্ট জারি করে অন্ধকারাচ্ছন্ন রাখা হয়।

এই ড্রোন উত্তেজনার পেছনে রয়েছে ২২ এপ্রিল ভারতের চালানো অপারেশন সিঁদুর। ওই অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটিতে সুনির্দিষ্ট হামলা চালানো হয়, যা ছিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রত্যাঘাত। এই অপারেশনে ১০০-রও বেশি জঙ্গি নিহত হয়েছে বলে সেনা সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts