ভারতীয় সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস (ডিজিএমও) লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই রবিবার এক প্রেস ব্রিফিংয়ে স্পষ্ট জানিয়েছেন যে (India Pakistan Tension), ভারতের সাম্প্রতিক সামরিক অভিযান সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ছিল, পাকিস্তানের বিরুদ্ধে নয় (India Pakistan Tension)। তবে পাকিস্তান নিজেই এই লড়াইয়ে নিজেদের জড়িয়ে ফেলেছে (India Pakistan Tension)।
গত সপ্তাহে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার পর, ভারতীয় সেনাবাহিনী ৬ ও ৭ মে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নয়টি সন্ত্রাসবাদী ঘাঁটিতে অভিযান চালায়। এই অভিযানের পর পাকিস্তান ১০ মে যুদ্ধবিরতির প্রস্তাব দেয়, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় কার্যকর হয়।
ডিজিএমও ঘাই জানান, “আমাদের লড়াই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে। পাকিস্তান নিজেই এই লড়াইয়ে নিজেদের জড়িয়ে ফেলেছে।” তিনি আরও বলেন, “যুদ্ধবিরতির পরও পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। আমরা হটলাইন বার্তার মাধ্যমে পাকিস্তানকে সতর্ক করেছি যে, ভবিষ্যতে এমন লঙ্ঘন হলে ভারত কঠোর প্রতিক্রিয়া জানাবে।”
তিনি আরও জানান, ভারতীয় সেনাবাহিনী উচ্চ সতর্কতায় রয়েছে এবং সীমান্তে যেকোনো লঙ্ঘনের কঠোর জবাব দেওয়া হবে। ডিজিএমও বলেন, “আমরা শান্তি চাই, তবে সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর।”
উল্লেখ্য, যুদ্ধবিরতির পরও সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছে, যা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে। ভারতীয় সেনাবাহিনী এই লঙ্ঘনের জন্য পাকিস্তানকে দায়ী করেছে এবং ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
ডিজিএমও-র এই বক্তব্য স্পষ্ট করে দেয় যে, ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং পাকিস্তান যদি এই লড়াইয়ে নিজেদের জড়িয়ে ফেলে, তবে তার জন্য দায়ভার পাকিস্তানকেই নিতে হবে।