ভারত-পাকিস্তান সীমান্তে চলা উত্তেজনার আবহে এখনও দেশে ফেরানো যায়নি বিএসএফ জওয়ান পূর্ণম সাউকে (BSF Jawan)। তার পরিবারের দুশ্চিন্তা ক্রমেই বাড়ছে, বিশেষ করে স্ত্রীর — রজনী সাউয়ের (BSF Jawan)। স্বামীকে ফিরিয়ে আনার জন্য এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছেন রজনী (BSF Jawan)।
সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ফোনে কথা বলেন পূর্ণমের স্ত্রীর সঙ্গে। প্রায় পাঁচ মিনিটের এই কথোপকথনে রজনীর শারীরিক অবস্থা ও পারিবারিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন মুখ্যমন্ত্রী। আশ্বাস দিয়ে বলেন, “পূর্ণম পাকিস্তানের হেফাজতে থাকলেও সুস্থ রয়েছেন। তাঁকে ফিরিয়ে আনার জন্য যা যা করা প্রয়োজন, সবটাই করা হবে।”
রজনী মুখ্যমন্ত্রীকে জানান, তিনি বর্তমানে তিন মাসের অন্তঃসত্ত্বা এবং তার বাড়ির আর্থিক পরিস্থিতিও খুব খারাপ। স্বামী অনলাইনে টাকা পাঠাতেন, কিন্তু এখন কোনও সহায়তা পাচ্ছেন না। তিনি বলেন, “আমার কাছে কোনও টাকা নেই… কী করে চলব?”
এ কথায় সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আপনি অন্তঃসত্ত্বা, এই অবস্থায় কাজ করবেন কীভাবে? দাঁড়ান, আমি দেখি কী করা যায়। আমি তো বুঝতে পারিনি বিএসএফ কোনও ব্যবস্থা নিচ্ছে না। দেখি অন্য কোনো সোর্স কাজে লাগাতে পারি।”
এই ঘটনার পর রাজ্য সরকারের তরফে পূর্ণমকে ফিরিয়ে আনার কূটনৈতিক বা প্রশাসনিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার সম্ভাবনা প্রবল। পাশাপাশি রজনীর পাশে দাঁড়ানোর জন্য মুখ্যমন্ত্রীর মানবিক হস্তক্ষেপ ঘরোয়া স্তরে স্বস্তি এনেছে জওয়ানের পরিবারে।