Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • India Pakistan Tension: নিষেধাজ্ঞা উঠতে শুরু করেছে! স্বাভাবিক কার্যকলাপ চালু হল ৩২টি বিমান বন্দরে
দেশ

India Pakistan Tension: নিষেধাজ্ঞা উঠতে শুরু করেছে! স্বাভাবিক কার্যকলাপ চালু হল ৩২টি বিমান বন্দরে

Email :3

আজ, সোমবার থেকে আবারও সচল হল মুম্বই ফ্লাইট ইনফরমেশন রিজিওনের (India Pakistan tension) আওতায় থাকা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর। এর মধ্যে রয়েছে মুন্দ্রা, জামনগর, রাজকোট, পোরবন্দর, কান্দলা, কেশদ ও ভূজ (India Pakistan tension)। ভারত-পাকিস্তান উত্তেজনার জেরে (India Pakistan tension) জামনগর, রাজকোট, পোরবন্দর, কান্দলা, কেশদ ও ভূজে ব্ল্যাকআউট পর্যন্ত জারি করা হয়।

এছাড়া, আরেকটি নোটাম (NOTAM) নির্দেশিকা প্রত্যাহারের ফলে বিমান চলাচল স্বাভাবিক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরও বেশ কয়েকটি এলাকায়। তার মধ্যে রয়েছে — শ্রীনগর, জম্মু, হিন্দন, সারসাওয়া, উত্তরলাই, অবন্তিপুরা, আম্বালা, কুলু, লুধিয়ানা, কিষানগড়, পাটিয়ালা, সিমলা, কাঙ্গরা, ভাটিন্ডা, জয়সালমীর, যোধপুর, বিকানের, হালওয়ারা, পাঠানকোট, লেহ ও চণ্ডীগড়।

প্রসঙ্গত, নোটাম (Notice to Airmen) একটি সতর্কতামূলক নির্দেশিকা, যা কার্যকর থাকাকালীন নির্দিষ্ট আকাশপথ বা অঞ্চলে বিমান চলাচল সাময়িকভাবে নিষিদ্ধ থাকে।

তবে, নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও বিমান চলাচল একেবারে স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। কারণ, প্রতিটি বিমান সংস্থাকে নতুন করে শিডিউল তৈরি করতে হবে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে।

এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট যাত্রীদের পরামর্শ দেওয়া হচ্ছে যে তারা ভ্রমণের পূর্বে বিমান সংস্থার তরফে দেওয়া সর্বশেষ তথ্য ও সময়সূচি যাচাই করে নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts