ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার (India Pakistan tension) বড় প্রভাব পড়েছে বিনোদন জগতে। সীমান্তে সংঘর্ষ এবং ‘অপারেশন সিঁদুর’-এর পর পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের বলিউডে ভবিষ্যৎ কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে (India Pakistan tension) । এরই মধ্যে পাকিস্তানি অভিনেত্রী মাওরা হোকেনের এক বিতর্কিত মন্তব্য নতুন করে ক্ষোভের সৃষ্টি করেছে (India Pakistan tension) ।
মাওরা হোকেন X (প্রাক্তন টুইটার)-এ লেখেন,
“পাকিস্তানের উপর ভারতের কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাই। নিরীহ বেসামরিক নাগরিকরা প্রাণ হারিয়েছেন। আল্লাহ আমাদের রক্ষা করুন। বিবেক জয় করুক। ইয়া আল্লাহ হো ইয়া হাফিজো।”
এই পোস্টের জবাবে বলিউড অভিনেতা হর্ষবর্ধন রানে রীতিমতো কড়া অবস্থান নেন। ‘সনম তেরি কসম’-এ মাওরার বিপরীতে অভিনয় করা এই অভিনেতা স্পষ্ট জানিয়ে দেন, ওই মন্তব্যের পর তিনি ‘সনম তেরি কসম পার্ট ২’ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
হর্ষবর্ধনের পোস্টে অসংখ্য মানুষ তাঁকে সমর্থন জানিয়েছেন। এবার তাঁর পাশে দাঁড়ালেন ছবিটির পরিচালকদ্বয় রাধিকা রাও এবং বিনয় সাপ্রুও।
হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক বিবৃতিতে তাঁরা বলেন, “বিগত কয়েক দশক ধরে সীমান্তে সন্ত্রাসবাদের কারণে বহু নিরীহ ভারতীয় প্রাণ হারিয়েছেন। দুঃখজনকভাবে, যাঁরা ভারতে কাজ করে নাম, খ্যাতি ও ভালোবাসা পেয়েছেন, তাঁদের অনেকেই এখন ভারতের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন বা নীরব থাকছেন। এটা মর্মান্তিক।”
পরিচালকদ্বয় আরও বলেন—
“আমরা ভারত সরকারের সিদ্ধান্তের পাশে রয়েছি। পাকিস্তানি শিল্পীদের সঙ্গে আর কোনও ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান বা প্ল্যাটফর্মের যুক্ত হওয়া উচিত নয়। তাঁদের এক টাকাও বেতন দেওয়া উচিত নয়। জাতি ও জনগণের কল্যাণের স্বার্থে সরকারের প্রতিটি পদক্ষেপকে সমর্থন করি।”
বর্তমান পরিস্থিতিতে বলিউডে পাকিস্তানি শিল্পীদের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে উঠেছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।