আর কোনও জল্পনা নয়—সরাসরি টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করে দিলেন বিরাট কোহলি (Virat Kohli)। সোমবার সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন তাঁর সিদ্ধান্ত (Virat Kohli)। সূত্র বলছে, বিসিসিআইকে আগেই অবগত করেছিলেন তিনি (Virat Kohli)। কোহলির এই সিদ্ধান্তের ফলে রোহিত শর্মার পর ভারতের টেস্ট ক্রিকেটের আরও একটি বর্ণময় অধ্যায়ের ইতি টানা হল (Virat Kohli)।
কোহলির টেস্ট কেরিয়ারে এক নজর:
মোট টেস্ট ম্যাচ: ১২৩
ইনিংস: ২১০
মোট রান: ৯২৩০
গড়: ৪৬.৮৫
শতরান: ৩০
অর্ধশতরান: ৩১
সর্বোচ্চ রান: অপরাজিত ২৫৪
সবচেয়ে বেশি ৩০টি টেস্ট খেলেছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এরপর ইংল্যান্ড (২৮), দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ (১৬), নিউজিল্যান্ড (১৪), শ্রীলঙ্কা (১১) ও বাংলাদেশ (৮)।
২০১১ সালের ২০ জুন ওয়েস্ট ইন্ডিজের কিংস্টোনে অভিষেক করেছিলেন কোহলি। শেষবার টেস্ট খেলেন ২০২৫ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে। বিদায়ী ম্যাচে অবশ্য ব্যাট হাতে ছন্দে ছিলেন না—দুই ইনিংসে করেছিলেন ১৭ ও ৬ রান।
নিজের টেস্ট বিদায় বার্তায় কোহলি লেখেন—
“১৪ বছর আগে প্রথমবার ব্যাগি ব্লু টুপি পরেছিলাম। কখনও ভাবিনি এতটা দূর আসব। এই ফর্ম্যাট আমাকে পরিণত করেছে, শিক্ষা দিয়েছে, গড়ে তুলেছে। সিদ্ধান্তটা সহজ নয়, তবে মনে হচ্ছে এটাই সঠিক সময়। আমি আমার সবটুকু নিংড়ে দিয়েছি। যে ভালোবাসা পেয়েছি, তা কল্পনারও বাইরে। কৃতজ্ঞ চিত্তে সরে যাচ্ছি।”
উল্লেখ্য, ২০২৪-এ টি-২০ বিশ্বকাপ জয়ের পরে রোহিত শর্মার সঙ্গেই আন্তর্জাতিক টি-২০ থেকে সরে দাঁড়িয়েছিলেন কোহলি। এবার রোহিতের পথেই হেঁটে টেস্ট ক্রিকেটকেও বিদায় জানালেন তিনি।