Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • India Pakistan tension: পাকিস্তানকে আমরা দেখে নিচ্ছি, আপনারা বাংলাদেশের দিকে নজর রাখুন! ভারতকে বার্তা বালোচ নেতার
বিদেশ

India Pakistan tension: পাকিস্তানকে আমরা দেখে নিচ্ছি, আপনারা বাংলাদেশের দিকে নজর রাখুন! ভারতকে বার্তা বালোচ নেতার

Email :4

ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি চুক্তির ঘোষণার (India Pakistan tension) কয়েক ঘণ্টার মধ্যেই ফের সীমান্তে হামলা চালিয়েছে পাকিস্তান। তবে ভারতীয় সেনার জবাবে সেই হামলা প্রতিহত (India Pakistan tension) হয়েছে সফলভাবেই। এই ঘটনার(India Pakistan tension) পরই বিস্ফোরক বিবৃতি জারি করেছে পাকিস্তানবিরোধী সশস্ত্র সংগঠন বালোচ লিবারেশন আর্মি (BLA)।

এক দীর্ঘ প্রেস বিবৃতিতে ভারতসহ গোটা আন্তর্জাতিক মহলকে সতর্ক করে সংগঠনটি জানায়, শান্তির বার্তা আসলে পাকিস্তানের পুরনো রণকৌশলেরই অংশ। মুখপাত্র জিয়ান্দ বালোচ সামাজিক মাধ্যমে এই বিবৃতিটি প্রকাশ করেন।

তাঁর বক্তব্যে লেখা হয়েছে, “পাকিস্তান বর্তমানে তার ব্যর্থ সেনা নীতি, আন্তর্জাতিক কূটনীতিতে একঘরে হয়ে পড়া ও অভ্যন্তরীণ ব্যর্থতার কারণে শান্তির মুখোশ পরে এসেছে। কিন্তু এটি নিছকই একটি প্রতারণা। পাকিস্তানের ইতিহাস জুড়ে রয়েছে বিশ্বাসঘাতকতা ও সন্ত্রাসবাদের নজির। শান্তির নামে যুদ্ধের ফাঁদ পাতে তারা। এই রাষ্ট্রের হাতে রক্ত লেগে আছে।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, “পাকিস্তানকে বিশ্বাস করার সময় ফুরিয়ে এসেছে। এটি শুধু আন্তর্জাতিক সন্ত্রাসবাদের আঁতুড়ঘর নয়, বরং লস্কর-ই-তইবা, জৈশ-ই-মহম্মদ ও ISIS-এর মতো জঙ্গি সংগঠনগুলির পৃষ্ঠপোষক রাষ্ট্র। পাকিস্তান একটি মতাদর্শগতভাবে হিংসাত্মক, পরমাণু শক্তিধর দেশ যা ভবিষ্যতে গোটা বিশ্ববাসীর জন্য এক ভয়ঙ্কর বিপদ হয়ে উঠতে পারে।”

ভারতের উদ্দেশে বিশেষ বার্তা দিয়ে BLA জানায়, তারা কোনও বিদেশি রাষ্ট্রের মদতপুষ্ট শক্তি নয়। তবে পশ্চিম দিক থেকে পাকিস্তানকে চাপে ফেলতে প্রস্তুত বালোচ লিবারেশন আর্মি। এবার ভারতের উচিত সিদ্ধান্ত নেওয়া – তারা কি পূর্ব দিক থেকে এই ‘সন্ত্রাসবাদী রাষ্ট্রের’ পরিসমাপ্তি টানবে?

এই বিবৃতির জেরে দক্ষিণ এশিয়ায় কূটনৈতিক উত্তেজনা আরও বাড়বে বলেই মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts