Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • Pakistan Blast: পাকিস্তানের ১২টি শহরে ১৫টি বিস্ফোরণ! গোটা দেশ জুড়ে আতঙ্কে সাধারণ মানুষ
বিদেশ

Pakistan Blast: পাকিস্তানের ১২টি শহরে ১৫টি বিস্ফোরণ! গোটা দেশ জুড়ে আতঙ্কে সাধারণ মানুষ

Email :3

একটির পর একটি বিস্ফোরণে কেঁপে উঠছে গোটা পাকিস্তান (Pakistan blast)। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া বিস্ফোরণের জেরে আতঙ্ক ছড়িয়েছে অন্তত ১২টি শহরে (Pakistan blast)। লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি-সহ একাধিক গুরুত্বপূর্ণ শহরে পরপর বিস্ফোরণে জেরবার পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা (Pakistan blast)। এখনও পর্যন্ত ১৫টি বিস্ফোরণের খবর মিলেছে (Pakistan blast)। তবে কী থেকে এই বিস্ফোরণ, কারা এর পিছনে—তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় (Pakistan blast)।

বিস্ফোরণের পর বিস্ফোরণ:
বৃহস্পতিবার সকালেই প্রথম বিস্ফোরণের খবর আসে লাহোরের ওয়ালটন সামরিক বিমানবন্দর এলাকা থেকে। এক ঘণ্টার মধ্যেই করাচি, রাওয়ালপিন্ডি, শেখপুরা, নারওয়াল, উমরকোট, ঘটকি, সিয়ালকোট, গুজরানওয়ালা এবং বালুচিস্তানেও পরপর বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, কিছু বিস্ফোরণ হয়েছে ড্রোন বা লোইটারিং অ্যামুনিশনের মাধ্যমে। যদিও সরকারিভাবে এখনও কেউ হামলার দায় স্বীকার করেনি।

বিস্ফোরণ শুরু হয় গত রাতেই:
এই সিরিজ বিস্ফোরণ শুরু হয়েছে বুধবার রাত থেকেই। প্রথম বিস্ফোরণ হয় সিয়ালকোটে। তারপর বৃহস্পতিবার ভোরে লাহোরে সামরিক বিমানঘাঁটির কাছে বড় বিস্ফোরণ হয়। পরে পাক সেনা ছাউনিতেও বিস্ফোরণের খবর আসে। বিস্ফোরণ হয়েছে দেশের দক্ষিণ থেকে উত্তরে বিস্তীর্ণ এলাকায়—পঞ্জাব, সিন্ধ, বালুচিস্তান প্রদেশজুড়ে।

ভৌগোলিক গুরুত্ব:
বিস্ফোরণস্থলগুলির অবস্থানও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অনেকগুলো শহরই ভারতের রাজস্থান সীমান্ত বা জম্মু-কাশ্মীরের পুঞ্চ-রাজৌরি সীমান্তের খুব কাছাকাছি। এই কারণে সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

প্রেক্ষাপট:
এই বিস্ফোরণগুলো এমন সময়ে ঘটছে, যখন মাত্র আগের দিনই ভারত ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে। অন্যদিকে, দেশের অভ্যন্তরেও পাকিস্তান নানা বিদ্রোহে জর্জরিত—উত্তর-পশ্চিমে উপজাতি অঞ্চল, দক্ষিণে বালুচিস্তান। ফলে প্রশ্ন উঠছে—এই বিস্ফোরণের পেছনে কি বালুচ লিবারেশন আর্মি বা অন্য কোনো বিদ্রোহী সংগঠন রয়েছে?

সরকারি ভাবে এখনো কিছু নিশ্চিত না হলেও, গোটা পাকিস্তানে আতঙ্ক ছড়িয়েছে। আরও বিস্ফোরণের আশঙ্কায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। তদন্ত চলছে জোর কদমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts