পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার প্রেক্ষিতে ভারত যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে (Operation Sindoor), তার প্রতি সমর্থন জানিয়ে এবার সরব হলেন ব্রিটেনের প্রভাবশালী সাংসদ প্রীতি প্যাটেল (Operation Sindoor)। হাউস অব কমন্সে দাঁড়িয়ে পাকিস্তানকে কড়া ভাষায় তিরস্কার করে তিনি বলেন, “পাকিস্তান (Operation Sindoor) সেই দেশ যেখানে ওসামা বিন লাদেন লুকিয়ে ছিল।” পাশাপাশি তিনি জোর দিয়ে জানান, সন্ত্রাসের মোকাবিলায় ভারতের প্রতিরক্ষামূলক পদক্ষেপের (Operation Sindoor) পূর্ণ অধিকার রয়েছে।
২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের লক্ষ্য করে চালানো বর্বর জঙ্গি হামলার নিন্দা করে প্রীতি বলেন, “সেদিন জঙ্গিরা ঠান্ডা মাথায় ২৬ জনকে খুন করে। অনেকের মাথায় পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানো হয়। এটা নিছক হামলা নয়, বরং মানবতার বিরুদ্ধে অপরাধ।” নিহতদের পরিবারের প্রতি শোকপ্রকাশ করেন তিনি।
ব্রিটেনের কনজারভেটিভ পার্টির এই নেত্রী আরও বলেন, “পাকিস্তান বহুদিন ধরেই জঙ্গি সংগঠনগুলির নিরাপদ আশ্রয়স্থল। শুধু ভারতের জন্য নয়, পশ্চিমী বিশ্ব ও আন্তর্জাতিক নিরাপত্তার দৃষ্টিতেও এটি চিন্তার বিষয়।”
যদিও তিনি সরাসরি ‘অপারেশন সিঁদুর’-এর নাম নেননি, তবুও ভারতের জঙ্গি ঘাঁটিগুলোর বিরুদ্ধে সামরিক পদক্ষেপকে যে তিনি সমর্থন করছেন, তা স্পষ্ট হয়ে যায় তাঁর বক্তব্যে। প্রীতি বলেন, “যে সব গোষ্ঠী ভারতের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে বিপন্ন করছে, তাদের বিরুদ্ধে প্রতিরক্ষার অধিকার ভারতের রয়েছে। আমরা চাই ভারত-পাকিস্তানের সম্পর্কের উন্নতি হোক, কিন্তু সন্ত্রাসের বিরুদ্ধে কোনওরকম আপোস চলবে না।”
উল্লেখ্য, ভারতের ‘অপারেশন সিঁদুর’-এ পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের অন্তত ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। এই অভিযানে ভারত জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তৈবা ও হিজবুল মুজাহিদিনের ঘাঁটিতে টার্গেটেড স্ট্রাইক চালায়।