পহেলগাঁও জঙ্গি হামলার ঠিক ১৫ দিন পর জবাব দিল ভারত (Operation Sindoor)। মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে লক্ষ্যভেদী স্ট্রাইক চালিয়ে একের পর এক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় সশস্ত্র বাহিনী (Operation Sindoor)। ‘অপারেশন সিঁদুর’-এর (Operation Sindoor) এই সাফল্যে গোটা দেশ যখন উচ্ছ্বসিত, ঠিক তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ডেকে নেন জরুরি মন্ত্রিসভার বৈঠক (Operation Sindoor)।
বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রীদের উদ্দেশে মোদি বলেন, “এই মুহূর্ত গোটা দেশের জন্য গর্বের। আমাদের সেনা আধিকারিকরা অত্যন্ত অল্প সময়ের মধ্যে নিখুঁত পরিকল্পনায় অপারেশন চালিয়েছেন এবং সফল হয়েছেন। তাঁদের প্রস্তুতি ও পেশাদারিত্ব সত্যিই প্রশংসনীয়।”
প্রধানমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট, এই অপারেশনের গুরুত্ব শুধুমাত্র সামরিক স্তরেই নয়, কূটনৈতিক ও রাজনৈতিক স্তরেও তা ভারতের অবস্থানকে মজবুত করেছে। মোদি বলেন, “গোটা দেশ সেনার দিকে তাকিয়ে ছিল। এবং আমরা আমাদের জওয়ানদের সাফল্যে গর্বিত।”
সেনার এই মিশনের পর তৎপর হয়ে ওঠে কেন্দ্র। প্রধানমন্ত্রী যেমন ডেকেছেন জরুরি মন্ত্রিসভার বৈঠক, তেমনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও সীমান্তবর্তী রাজ্যগুলির মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবদের নিয়ে বৈঠকে বসেন। সূত্রের খবর, পশ্চিমবঙ্গ, সিকিম-সহ মোট ১০টি রাজ্যের প্রতিনিধিরা ওই বৈঠকে উপস্থিত ছিলেন।
এছাড়া অপারেশন সিঁদুর নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলিকে অবহিত করতে বৃহস্পতিবার সংসদ ভবনে সর্বদলীয় বৈঠক ডেকেছে কেন্দ্র। সেই বৈঠকে সরকারের তরফে সেনার অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরা হবে বলে জানা গেছে।
সেনার এই নিখুঁত প্রত্যাঘাত এবং সরকারের দ্রুত পদক্ষেপ একযোগে দেখিয়ে দিল, দেশের নিরাপত্তা নিয়ে কোনও আপস নয় — এবং ভারত প্রয়োজনে প্রত্যাঘাত করতেও প্রস্তুত।