Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • Operation Sindoor: অপারেশন সিঁদুরের পর কান্নায় ভেঙে পড়লেন পেহলগাঁও হামলায় নিহতের স্ত্রী! কী বললেন তিনি
দেশ

Operation Sindoor: অপারেশন সিঁদুরের পর কান্নায় ভেঙে পড়লেন পেহলগাঁও হামলায় নিহতের স্ত্রী! কী বললেন তিনি

Email :6

১৫ দিনের ব্যবধানে ভারত জবাব দিল পহেলগাঁওয়ের জঙ্গি হামলার (Operation Sindoor)। বেছে বেছে ২৫ নিরীহ পর্যটককে হত্যা করেছিল পাকিস্তান-সমর্থিত জঙ্গিরা । তাঁদের রক্ষা করতে গিয়ে প্রাণ হারান এক সাহসী স্থানীয় কাশ্মীরিও (Operation Sindoor)। এবার সেই টার্গেট কিলিংয়ের পাল্টা জবাব দিল ভারতীয় সেনা—‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে (Operation Sindoor)।

ভারতীয় সেনার এই প্রত্যাঘাত শুধু সামরিক সাফল্য নয়, শোকস্তব্ধ পরিবারগুলির বিশ্বাসের জবাবও। প্রিয়জন হারানো অনেকেই মনে করছেন, এই অভিযান তাঁদের স্বজনদের আত্মাকে শান্তি দেবে। তাঁদের কথায়, “প্রধানমন্ত্রী ও কেন্দ্রের উপর আমাদের আস্থা ছিল, অপারেশন সিঁদুর সেই আস্থাকে আরও মজবুত করেছে।”

এই হামলায় নিহত হন মধ্যপ্রদেশের ৩০ বছর বয়সি শুভম দ্বিবেদী। স্ত্রী ও শ্যালিকাকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন কাশ্মীরের বৈসরণ ভ্যালিতে। ঘরে ফেরেননি তিনি—ফিরেছেন কফিনবন্দি হয়ে। শুভমের স্ত্রী আসন্যা দ্বিবেদী, যিনি স্বামীর নিথর দেহ নিয়ে ফিরেছিলেন, বলছেন, “আমার স্বামীর মৃত্যুর বদলা নেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। আমাদের পরিবার ওঁর উপর আস্থা রেখেছিল। আজ তিনি সেই আস্থার মর্যাদা দিয়েছেন। এটাই আমার স্বামীর প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা। তিনি যেখানেই থাকুন, আজ শান্তি পেয়েছেন।”

‘অপারেশন সিঁদুর’ এখন শুধুই একটি সেনা অভিযান নয়—এটি হয়ে উঠেছে এক প্রতিশোধ, এক প্রতিজ্ঞা, এবং নিহতদের আত্মীয়দের চোখে ন্যায়বিচারের প্রতীক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts