সুপ্রিম কোর্টে (Supreme Court) চলমান ওয়াকফ মামলার শুনানি আপাতত স্থগিত থাকছে। দেশের প্রধান (Supreme Court) বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ ১৫ মে পর্যন্ত শুনানি স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। কারণ হিসেবে বিচারপতি (Supreme Court) খান্না জানিয়েছেন, তিনি আগামী ১৩ মে অবসর নিচ্ছেন, এবং সেই কারণে এই গুরুত্বপূর্ণ মামলার অন্তর্বর্তী আদেশ দেওয়া তাঁর (Supreme Court) পক্ষে সমীচীন নয়।
এই পরিস্থিতিতে মামলাটি পরবর্তী প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চে স্থানান্তর করা হয়েছে। গাভাই ১৪ মে ভারতের ৫১তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন।
বিচারপতি খান্না বলেন, “এই মামলায় অন্তর্বর্তী আদেশ দেওয়ার আগে বিস্তৃত শুনানি প্রয়োজন। যেহেতু আমি অবসর নিচ্ছি, তাই আমি এই মামলার রায় সংরক্ষণ করতে চাই না।” এর আগে গত ১৭ এপ্রিল, কেন্দ্র শীর্ষ আদালতকে জানিয়েছিল, সংশোধিত ওয়াকফ আইনের দুটি বিতর্কিত ধারা আপাতত স্থগিত থাকবে এবং ৫ মে পর্যন্ত কোনও নতুন বিজ্ঞপ্তি বা নিয়োগও করা হবে না।
তবে কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা স্পষ্ট বলেন, “শুনানি ছাড়া সংসদে পাশ হওয়া আইন স্থগিত করা উচিত নয়।”
শীর্ষ আদালত তার বক্তব্যে জানায়, ইতিমধ্যে যেসব ওয়াকফ সম্পত্তি বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা বা রেজিস্টার করা হয়েছে, সেগুলিকে পরবর্তী শুনানির আগে পর্যন্ত ডিনোটিফাই করা যাবে না।