ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে ভারতীয় সেনার হাতে এসে পৌঁছেছে শক্তিশালী রুশ নির্মিত Very Short Range Air Defence System (VSHORADS) (missile) — ইগলা-এস মিসাইল। প্রতিরক্ষা মন্ত্রক জরুরি ভিত্তিতে এই মিসাইল (missile) সিস্টেমের জন্য ২৬০ কোটি টাকার চুক্তি করেছিল রাশিয়ার সঙ্গে। সম্প্রতি সেনার হাতে এসে পৌঁছেছে এই অত্যাধুনিক মিসাইল সিস্টেম (missile)।
পোর্টেবল ও শোল্ডার লঞ্চড এই সারফেস টু এয়ার মিসাইল সিস্টেমটি কোনও যুদ্ধবিমান, ড্রোন বা হেলিকপ্টার সীমান্তে ঢুকে পড়লে কাঁধে চাপিয়ে সরাসরি আক্রমণ চালাতে সক্ষম। ইনফ্রারেড গাইডেন্স প্রযুক্তি ব্যবহার করে আকাশে ৮ কিমি দূরের ও প্রায় ৪ কিমি উচ্চতার লক্ষ্যবস্তুকে নির্ভুলভাবে আঘাত করতে পারে এটি।
রুশ ইগলা সিরিজের এই ইগলা-এস হল আধুনিকতম সংস্করণ, যার কার্যকারিতা বহু যুদ্ধে প্রমাণিত। লক্ষ্যবস্তুর ইঞ্জিন থেকে নির্গত তাপ শনাক্ত করে এটি হামলা চালায়, ফলে নিশানা ভোলার সম্ভাবনা প্রায় শূন্য।
ইতিমধ্যেই ভারতীয় সেনা এই মিসাইল মোতায়েন করেছে পশ্চিম সীমান্তে, বিশেষ করে জম্মুর ১৬ কর্পস অঞ্চলে। এখানেই সম্প্রতি এই সিস্টেম ব্যবহার করে পাকিস্তানি ড্রোন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি, দেশীয় প্রযুক্তিতে তৈরি Mark-I Integrated Drone Detection and Interdiction System-ও মোতায়েন করা হয়েছে।
এই সাফল্যের পর ভারতীয় বায়ুসেনাও এই ইনফ্রারেড নির্ভর মিসাইলের জন্য দরপত্র প্রকাশ করেছে। পদাতিক বাহিনীও আরও ৪৮টি লঞ্চার ও ৯০টি মিসাইলের বরাত দিয়েছে। কেন্দ্রের নজরে রয়েছে আরও উন্নত রুশ প্রযুক্তির লেজার বিম নির্ভর VSHORADS, যা ভবিষ্যতে সুরক্ষা ব্যবস্থায় যুক্ত হতে চলেছে।