Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • Pahalgam Attack: আগাম সতর্কবার্তা সত্ত্বেও পহেলগাঁও হামলা, গোয়েন্দা রিপোর্টে উঠে এল বিস্ফোরক তথ্য
দেশ

Pahalgam Attack: আগাম সতর্কবার্তা সত্ত্বেও পহেলগাঁও হামলা, গোয়েন্দা রিপোর্টে উঠে এল বিস্ফোরক তথ্য

Email :7

কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার আগেই গোয়েন্দাদের কাছে ছিল স্পষ্ট সতর্কবার্তা (Pahalgam Attack)। শনিবার প্রশাসনের তরফে প্রকাশিত একটি রিপোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে (Pahalgam Attack)। রিপোর্টে বলা হয়েছে, হামলার আশঙ্কার কথা আগেভাগেই জানানো হয়েছিল, যদিও পহেলগাঁওকে (Pahalgam Attack) নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি।

গোয়েন্দা ইনপুট অনুযায়ী, শ্রীনগরের পার্শ্ববর্তী জবরবান রেঞ্জের তলহাটি অঞ্চলে পর্যটকদের লক্ষ্য করে জঙ্গিরা হামলা চালাতে পারে—এই আশঙ্কায় দাচিগাম ও নিশাত সংলগ্ন এলাকায় বড়সড় তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। গোটা শ্রীনগরেই জারি করা হয় উচ্চ সতর্কতা।

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, গত বছর অক্টোবর মাসে একই জবরবান রেঞ্জের অপর প্রান্তে, সোনমার্গের একটি নির্মাণস্থলে জঙ্গি হামলায় প্রাণ হারান ৭ জন, যাঁদের মধ্যে একজন চিকিৎসকও ছিলেন। সেই ঘটনার পর থেকেই অঞ্চলটি গোয়েন্দাদের নজরে ছিল।

তবে একাধিক তল্লাশি অভিযান সত্ত্বেও সন্দেহভাজনদের কোনও খোঁজ না মেলায় ২২ এপ্রিল বন্ধ করে দেওয়া হয় অপারেশন। কিন্তু তৎক্ষণাৎ, ওই একই দিনে পহেলগাঁওয়ে ঘটে যায় নির্মম হত্যাকাণ্ড। ধর্ম জিজ্ঞাসা করে বেছে বেছে খুন করা হয় ২৫ জন পর্যটককে। মৃত্যু হয় আরও এক স্থানীয় বাসিন্দারও।

রিপোর্টে আরও উল্লেখ, ১৯ এপ্রিল কাটরা-শ্রীনগরগামী নতুন ট্রেন পরিষেবার উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসার কথা ছিল। গোয়েন্দাদের অনুমান, ওই অনুষ্ঠানের আগেই বড়সড় হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের। তবে শেষ পর্যন্ত রেল কর্তৃপক্ষ জানায়, প্রতিকূল আবহাওয়ার কারণে অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। যদিও অনেকে মনে করছেন, শ্রীনগরে হামলার ছক বানচাল হয়ে যাওয়ায় জঙ্গিরা স্থান পরিবর্তন করে হামলা চালিয়েছে পহেলগাঁওয়ে।

পরিস্থিতি ঘিরে এখন নতুন করে প্রশ্ন উঠছে—আগাম সতর্কবার্তা থাকা সত্ত্বেও কেন আটকানো গেল না এই নারকীয় হামলা?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts