আইপিএল ২০২৫ (IPL -25)-এর উত্তেজনায় ভরপুর ম্যাচে চেন্নাই সুপার কিংসকে মাত্র ২ রানে হারিয়ে ফের পয়েন্ট টেবলের শীর্ষস্থান দখল করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। এই জয়ের ফলে (IPL -25) বেঙ্গালুরু কার্যত প্লে-অফে জায়গা নিশ্চিত করে ফেলল। অন্যদিকে, ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া চেন্নাই (IPL -25) এদিন জিততে পারলে প্লে-অফের রেস আরও জমজমাট হয়ে উঠত। কিন্তু শেষ ওভারের টানটান উত্তেজনায় হার মানে মহেন্দ্র সিং ধোনির দল (IPL -25)।
এদিনের জয়ের ফলে ১১ ম্যাচে ৮টি জয় তুলে নেয় বেঙ্গালুরু। ১৬ পয়েন্ট নিয়ে আইপিএল পয়েন্ট টেবলের শীর্ষে উঠে আসে তারা। ইতিহাস বলছে, ১৬ পয়েন্ট পেলে কোনও দলই এখনও পর্যন্ত প্লে-অফের বাইরে যায়নি।
চেন্নাইয়ের কাছে ম্যাচটি ছিল সম্মানের লড়াই। তবে শেষ মুহূর্তে ধোনির চেষ্টা সত্ত্বেও দলকে জয় এনে দিতে পারেননি তিনি। ম্যাচের শেষে পরিবর্তন হয়েছে প্রথম তিন দলের অবস্থান। বেঙ্গালুরু উঠে এসেছে এক নম্বরে, মুম্বই নেমেছে দুইয়ে এবং গুজরাট টাইটান্স নেমে গেছে তিনে। বাকি সাত দলের অবস্থানে কোনও পরিবর্তন হয়নি।
আইপিএল ২০২৫: সর্বশেষ পয়েন্ট টেবিল (ম্যাচ শেষে)
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)
ম্যাচ: ১১
জয়: ৮
হার: ৩
পয়েন্ট: ১৬
নেট রানরেট: +০.৪৮০
মুম্বই ইন্ডিয়ান্স (MI)
ম্যাচ: ১১
জয়: ৭
হার: ৪
পয়েন্ট: ১৪
নেট রানরেট: +১.২৭৪
গুজরাট টাইটান্স (GT)
ম্যাচ: ১০
জয়: ৭
হার: ৩
পয়েন্ট: ১৪
নেট রানরেট: +০.৮৬৭
পঞ্জাব কিংস (PBKS)
ম্যাচ: ১০
জয়: ৬
হার: ৩
ফলাফলহীন: ১
পয়েন্ট: ১৩
নেট রানরেট: +০.১৯৯
দিল্লি ক্যাপিটালস (DC)
ম্যাচ: ১০
জয়: ৬
হার: ৪
পয়েন্ট: ১২
নেট রানরেট: +০.৩৬২
লখনউ সুপার জায়ান্টস (LSG)
ম্যাচ: ১০
জয়: ৫
হার: ৫
পয়েন্ট: ১০
নেট রানরেট: -০.৩২৫
কলকাতা নাইট রাইডার্স (KKR)
ম্যাচ: ১০
জয়: ৪
হার: ৫
ফলাফলহীন: ১
পয়েন্ট: ৯
নেট রানরেট: +০.২৭১
রাজস্থান রয়্যালস (RR)
ম্যাচ: ১১
জয়: ৩
হার: ৮
পয়েন্ট: ৬
নেট রানরেট: -০.৭৮০
সানরাইজার্স হায়দরাবাদ (SRH)
ম্যাচ: ১০
জয়: ৩
হার: ৭
পয়েন্ট: ৬
নেট রানরেট: -১.১৯২
চেন্নাই সুপার কিংস (CSK)
ম্যাচ: ১১
জয়: ২
হার: ৯
পয়েন্ট: ৪
নেট রানরেট: -১.২১১