পহেলগাঁওয়ে ছাব্বিশজন নিরীহ পর্যটককে নৃশংসভাবে খুন করার ঘটনার পর দেশজুড়ে ছড়িয়েছে তীব্র ক্ষোভ ও উদ্বেগ (Pahalgam Attack)। হামলার নেপথ্যে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিদের হাত রয়েছে বলে গোয়েন্দাদের দাবি (Pahalgam Attack)। এরই মাঝে উঠে এসেছে নতুন এক বিস্ফোরক তথ্য (Pahalgam Attack)। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, হামলার সঙ্গে জড়িত সন্দেহে থাকা কয়েকজন জঙ্গি দেশ ছাড়ার চেষ্টা করছে (Pahalgam Attack)। পালানোর সেই পথ হিসেবে ব্যবহার করা হচ্ছে দক্ষিণ ভারতের চেন্নাই বিমানবন্দর এবং শ্রীলঙ্কার কলম্বো রুট (Pahalgam Attack)।
সূত্রের খবর, শনিবার মধ্যরাতে চেন্নাই থেকে শ্রীলঙ্কা এয়ারলাইন্সের একটি বিমান রওনা দেয় কলম্বোর উদ্দেশে। ঠিক সেই সময় ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি শ্রীলঙ্কার বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্ক করে। ইঙ্গিত দেওয়া হয়, ওই বিমানে ছয়জন সন্দেহভাজন ব্যক্তি থাকতে পারে, যারা ছদ্মবেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। যাত্রী তালিকা এবং নির্দিষ্ট কিছু ছবির ভিত্তিতে সন্দেহ হয় যে, তারা পহেলগাঁও হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত থাকতে পারে।
দিল্লি থেকে সতর্কবার্তা পাওয়ার পরই কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে কড়া নজরদারি চালানো হয়। বিমানটি অবতরণের সঙ্গে সঙ্গেই সেটিকে আলাদা জায়গায় ঘিরে ফেলা হয় এবং প্রত্যেক যাত্রীকে নামিয়ে শুরু হয় বিশদ তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। এখনও পর্যন্ত শ্রীলঙ্কার তরফে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, ওই যাত্রীরা পহেলগাঁও হত্যাকাণ্ডে জড়িত কি না।
এই ঘটনার জেরে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার হয়েছে বলে জানা যাচ্ছে। ভারতীয় গোয়েন্দারা বিষয়টি নিয়ে শ্রীলঙ্কার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছে।