পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর সমস্ত পাকিস্তানি নাগরিককে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার (Seema Haidar)। এই সিদ্ধান্তে চরম সমস্যায় পড়েছেন সীমা হায়দার (Seema Haidar)— প্রেমের টানে ভারতে এসে সংসার পাতা এই পাকিস্তানি তরুণী। সরকারি নিয়ম অনুযায়ী, সীমাকেও (Seema Haidar) ভারত ছাড়তে হবে।
এই পরিস্থিতিতে সোশাল মিডিয়ায় আবেগঘন বার্তা দিয়েছেন সীমা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্দেশে তাঁর আর্জি, “আমি পাকিস্তানের মেয়ে ছিলাম, কিন্তু এখন ভারতের পুত্রবধূ। দয়া করে আমাকে ফেরত পাঠাবেন না।”
দু’বছর আগে প্রেমের টানে নেপাল সীমান্ত পেরিয়ে চার সন্তানকে নিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন সীমা। বিয়ে করেন উত্তরপ্রদেশের বাসিন্দা শচীন মিনাকে। ভারতে এসে গ্রহণ করেন হিন্দু ধর্মও। এরপর থেকেই নানা বিতর্ক ও আইনি সমস্যার মধ্যেও তিনি এদেশেই পরিবার নিয়ে শান্তিতে বসবাস করছিলেন। শচীনের সঙ্গে তাঁদের এক কন্যাসন্তানেরও জন্ম হয়েছে।
তবে কাশ্মীরের নৃশংস সন্ত্রাসবাদী হামলার পর সমস্ত চিত্রটাই পাল্টে গিয়েছে। দেশ ছাড়ার আশঙ্কায় আতঙ্কিত সীমা এখন নিজেকে বাঁচানোর মরিয়া চেষ্টা করছেন।
শুক্রবার প্রকাশিত এক ভিডিও বার্তায় সীমাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি কোনওভাবেই পাকিস্তানে ফিরে যেতে চাই না। আমি এখন মোদিজি ও যোগীজির আশ্রয়ে। তাই অনুরোধ করি, আমাকে এখানেই থাকতে দেওয়া হোক।”