কলকাতাবাসীদের (Kolkata) জন্য গুরুত্বপূর্ণ খবর। মা উড়ালপুলে রক্ষণাবেক্ষণের কাজের জন্য প্রায় এক মাস ধরে রাতের বেলায় যান চলাচলে বিধিনিষেধ জারি হচ্ছে (Kolkata)। আগামী ২৮ এপ্রিল থেকে ২৭ মে পর্যন্ত, রোজ রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে উড়ালপুলের সায়েন্স সিটি থেকে পিটিএসমুখী অংশ (Kolkata)।
এই সময়ে ওই দিকগামী যানবাহনগুলোকে পার্ক সার্কাস ৪ নম্বর ব্রিজ ঘুরিয়ে অন্যপথে চালিত করা হবে। কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, গাড়িগুলিকে ইএম বাইপাস → পরমা আইল্যান্ড → পিসি কানেক্টর → ৪ নম্বর ব্রিজ → নিউ পার্কস্ট্রিট → আমির আলি অ্যাভিনিউ → এজেসি ফ্লাইওভার হয়ে গন্তব্যে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতেও রাত্রিকালীন সময়ে মা উড়ালপুলে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। বিশেষ করে রাত ১০টার পর বাইক চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। উড়ালপুলে একের পর এক দুর্ঘটনার প্রেক্ষিতে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছিল।
তবে পরবর্তীতে এক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিষেধাজ্ঞার বিষয়ে আপত্তি জানান। এরপরই পুলিশ বিভাগ সিদ্ধান্ত পরিবর্তন করে বাইক চলাচলের বিধিনিষেধ প্রত্যাহার করে নেয়।
বর্তমানে আবার নতুন করে রক্ষণাবেক্ষণের কাজের কারণে রাতের বেলা কিছুটা ভোগান্তি হতে পারে, তবে নির্ধারিত রুট মানলে সমস্যা এড়ানো সম্ভব বলে মনে করছে প্রশাসন।