একসময় আদালতের নির্দেশে শিক্ষিকার চাকরি খোয়াতে হয়েছিল ববিতা সরকারকে (Ssc Scam)। সেই ববিতার নামই এবার এসএসসি-র ‘যোগ্য’ (Ssc Scam) প্রার্থীদের তালিকায়! এই ঘটনায় নতুন করে বিতর্কের ঝড় উঠেছে রাজ্যে (Ssc Scam)।
ববিতা সরকার সেই শিক্ষক যাঁর চাকরি পেয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর জায়গায়। অঙ্কিতার বিরুদ্ধে ছিল নিয়োগ দুর্নীতির অভিযোগ, যার জেরে আদালতের নির্দেশে তাঁর চাকরি বাতিল হয়। সেই শূন্য পদে কোচবিহারের ইন্দিরা গার্লস হাইস্কুলে চাকরি পান ববিতা সরকার। কিন্তু অচিরেই তাঁর নিয়োগ প্রক্রিয়াও প্রশ্নের মুখে পড়ে, এবং শেষমেশ আদালতের নির্দেশে চাকরি হারাতে হয় তাকেও।
সবার বিস্ময়ের কারণ—এই ববিতা সরকারের নামই এখন উঠে এসেছে এসএসসি-র সদ্য প্রকাশিত ‘যোগ্য প্রার্থীদের’ তালিকায়। এই ঘটনায় তৈরি হয়েছে প্রবল চাঞ্চল্য। প্রশ্ন উঠছে, আদালত যে প্রার্থীকে চাকরির অযোগ্য ঘোষণা করেছে, সেই নাম আবার ‘যোগ্যদের’ তালিকায় ফিরল কীভাবে?
এসএসসি-র এই ভুলের জেরে নড়েচড়ে বসেছে কমিশন। গোটা ঘটনায় কমিশনের স্বচ্ছতা নিয়েও উঠছে বড়সড় প্রশ্ন।
এখন দেখার বিষয়, এই তালিকা নিয়ে কমিশনের পরবর্তী পদক্ষেপ কী হয়, এবং ববিতা সরকারের নাম কী পুনর্বিবেচনায় যাবে—তা নিয়ে সবার নজর প্রশাসনের দিকে।