Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • Governor: বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন রাজ্যপাল! দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
রাজ্য

Governor: বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন রাজ্যপাল! দেখতে গেলেন মুখ্যমন্ত্রী

Email :15

শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল (Governor) সি ভি আনন্দ বোস। সোমবার সকালে বুকে যন্ত্রণা অনুভব করায় তাঁকে (Governor) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, অবস্থার কিছুটা অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাঁকে (Governor) পর্যবেক্ষণে রেখেছেন এবং প্রয়োজনে স্থানান্তরের ভাবনাও চলছে।

রাজ্যপালের অসুস্থতার খবর পেয়ে সোমবার সকালে তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে, হাওড়ার ডুমুরজোলা থেকে হেলিকপ্টারে শালবনীর উদ্দেশে রওনা দেন তিনি। শালবনীতে জিন্দাল গ্রুপের পাওয়ার প্লান্টের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। বিমানযাত্রার আগে সাংবাদিকদের জানান, রাজ্যপালকে দেখতে যাওয়ার জন্যই তাঁর যাত্রা কিছুটা দেরিতে শুরু হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার মালদহ ও মুর্শিদাবাদের অশান্তিপ্রবণ এলাকাগুলি পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যপাল আনন্দ বোস। সেখানকার হিংসা-আক্রান্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন তিনি। শনিবারও তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন।

মুর্শিদাবাদের হিংসা কবলিত অঞ্চল পরিদর্শনের পরে রাজ্যপাল জানান, “পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক রয়ে গিয়েছে।” তিনি আরও বলেন, “এই এলাকায় বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts