Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • All
  • Sukanta Mazumdar: অবশেষে ধুলিয়ানে হচ্ছে বিএসএফ ক্যাম্প! মুর্শিদাবাদে গিয়ে কী বললেন সুকান্ত মজুমদার
All

Sukanta Mazumdar: অবশেষে ধুলিয়ানে হচ্ছে বিএসএফ ক্যাম্প! মুর্শিদাবাদে গিয়ে কী বললেন সুকান্ত মজুমদার

Email :12

ধুলিয়ানে পৌঁছে হিংসার শিকার ঘরছাড়া পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করলেন বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Mazumdar)। তাঁর (Sukanta Mazumdar)সামনে নিজেদের দুঃসহ অভিজ্ঞতার কথা জানিয়ে ক্ষোভ উগরে দেন আক্রান্তরা। তাঁরা ধুলিয়ানে বিএসএফ ক্যাম্পের দাবি করেন (Sukanta Mazumdar)।

এক মহিলা বলেন, “সারা রাত ধরে তাণ্ডব চলেছে। ঘরবাড়ি কিছুই আর অবশিষ্ট নেই। কীভাবে বাঁচব আমরা?” তিনি অভিযোগ করেন, এই ভয়াবহ পরিস্থিতি চলাকালীন পুলিশের কোনও উপস্থিতি ছিল না। আরও এক নিগৃহীতা বলেন, “আমরা কাঁদতে কাঁদতে শেষ হয়ে গেছি, কিন্তু পুলিশ একবারও আসেনি। আমাদের মরতে হবে, তখন কি আসবে?”

নিগৃহীতদের আশ্বস্ত করে সুকান্ত মজুমদার জানান, কেন্দ্রীয় সরকার তাঁদের পাশে রয়েছে। তিনি বলেন, “আমি রিফিউজি ক্যাম্প পরিদর্শন করেছি। প্রত্যেকের একটাই দাবি—এলাকায় স্থায়ী বিএসএফ ক্যাম্প চাই। রাজ্য পুলিশের ওপর মানুষের আর ভরসা নেই। আমি রাজ্য সরকারকে অনুরোধ করব যাতে কেন্দ্রীয় বাহিনীর স্থায়ী ক্যাম্পের জন্য কেন্দ্রের কাছে আবেদন জানানো হয়।”

পাশাপাশি ক্ষতিগ্রস্তদের অর্থনৈতিক সাহায্য নিয়েও কথা বলেন বিজেপি রাজ্য সভাপতি। সংবাদমাধ্যমের সামনে তিনি জানান, “আমি নিজে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি লিখব, যাতে ধ্বংস হয়ে যাওয়া ৫৬টি দোকানের মালিকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। বহু মূর্তি-বিগ্রহ ভাঙা হয়েছে। যারা অন্যের ধর্মকে সম্মান করতে পারে না, তারা নিজেদের ধর্মকেও সম্মান করে না।”

উল্লেখ্য, কিছুদিন আগেই জাতীয় মহিলা কমিশন এই অঞ্চল থেকেই তাদের তদন্ত সফর শুরু করেছিল।
সুকান্ত মজুমদারের আগামী কর্মসূচির মধ্যে রয়েছে জাফরাবাদ সফর, যেখানে সম্প্রতি হিংসার বলি হয়েছেন এক বাবা ও ছেলে। তাঁদের পরিবারের সঙ্গে দেখা করার কথাও রয়েছে তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts