ডমিনিকান রিপাবলিকের পুন্তা কানায় রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত (Indian Origin) মার্কিন ছাত্রী সুদীক্ষা কোনানকি। ২০ বছর বয়সি সুদীক্ষা পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং ভার্জিনিয়ার বাসিন্দা (Indian Origin)। ছুটি কাটাতে পাঁচ বান্ধবীর সঙ্গে তিনি গত ৩ মার্চ পুন্তা কানায় পৌঁছন। ৬ মার্চ সকালে একটি সৈকতে তাঁকে শেষবার দেখা গিয়েছিল, যেখানে জোশুয়া রিবে নামে এক যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল (Indian Origin)। একসঙ্গে কিছুক্ষণ সময় কাটানোর পর রিবে একাই ফিরে আসেন, কিন্তু সুদীক্ষার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
সুদীক্ষার নিখোঁজ হওয়ার ঘটনায় ইতিমধ্যেই ইন্টারপোল ‘হলুদ নোটিস’ জারি করেছে, যা নিখোঁজ ব্যক্তির সন্ধানে আন্তর্জাতিক সতর্কতা হিসাবে কাজ করে। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইও তদন্তে নেমেছে এবং ডমিনিকান রিপাবলিকের পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে। ৭ মার্চ তাঁর বন্ধুরা স্থানীয় থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেন।
সুদীক্ষার বাবা সুব্বারায়াডু কোনানকি তদন্তকারীদের সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখার অনুরোধ করেছেন। তিনি মনে করছেন, এটি অপহরণের ঘটনা হতে পারে, কিংবা কোনোভাবে সমুদ্রের জলে তলিয়েও যেতে পারেন তাঁর মেয়ে। তবে এতদিন পরেও সুদীক্ষার কোনো খোঁজ মেলেনি, যা পরিবারের উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে। তাঁর পরিবার এবং বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় প্রচার চালিয়ে দ্রুত খোঁজ পাওয়ার চেষ্টা করছেন, তবে এখন পর্যন্ত পুলিশের হাতে তেমন কোনো শক্তিশালী সূত্র আসেনি।