Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • জেলা
  • Murder: রঙের সঙ্গে মিশে গেল রক্ত, বেরিয়ে গেছে পেটের নাড়িভুড়ি! একা একা হেঁটে বাড়ি ফিরল যুবক
জেলা

Murder: রঙের সঙ্গে মিশে গেল রক্ত, বেরিয়ে গেছে পেটের নাড়িভুড়ি! একা একা হেঁটে বাড়ি ফিরল যুবক

dead bodyy
Email :7

রঙের উৎসব হোলিতে রক্তক্ষয়ী ঘটনা ঘটল (Murder) টিটাগড় শিল্পাঞ্চলে। প্রকাশ্য দিবালোকে এক যুবককে কুপিয়ে খুন (Murder) করা হয়েছে। নিহত যুবকের নাম অমর চৌধুরী, যিনি স্থানীয় তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ বলে পরিচিত (Murder) । ঘটনায় মূল অভিযুক্ত পবন রাজভরকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ (Murder) ।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা গেছে, দুপুর দেড়টা নাগাদ পবন রাজভর, কানাই তিওয়ারি, রাজ তিওয়ারি-সহ আরও এক ব্যক্তি বাইকে করে এসে অমর চৌধুরীর সঙ্গে বচসা শুরু করে। এর পেছনে ৩১ ডিসেম্বরের একটি পুরনো বিবাদ ছিল। প্রত্যক্ষদর্শী দীনেশ জানান, “প্রথমে ওরা এসে গালাগালি করে, কিন্তু তখন কিছু হয়নি। কিছুক্ষণ পর ওরা ফের অমরকে ডাকতে আসে। হাতাহাতির পর বড়রা পরিস্থিতি সামাল দেয় এবং অমরকে বাড়ি পাঠিয়ে দেয়। কিন্তু কিছুক্ষণ পর অমর কোনওভাবে পবনদের এলাকায় ঢুকে পড়ে। আমি ওকে খুঁজতে গিয়ে দেখি, ওকে পিছমোড়া করে বেঁধে ফেলা হয়েছে এবং পবন ছুরি চালাচ্ছে।”

স্থানীয়দের দাবি, এই ঘটনায় আরও ১০-১২ জন জড়িত ছিল। অমর গুরুতর আহত অবস্থায় নিজের পাড়ায় ফিরলেও তখন বোঝা যায়নি, তার আঘাত কতটা গুরুতর।

পবন রাজভরের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। চুরি, ডাকাতি, বোমাবাজির মতো অপরাধে তার নাম জড়িত ছিল এবং সে আগেও জেল খেটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। তবে প্রকাশ্য দিবালোকে এমন নৃশংস হত্যাকাণ্ডে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts