বলিউড সুপারস্টার আমির খান আবারও প্রেমে (Amir Khan)! ৬০তম জন্মদিনের একদিন আগেই নিজের নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন অভিনেতা (Amir Khan)। এর আগে দুইবার বিয়ে ও বিচ্ছেদের পর ফের নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি, যা চমকে দিয়েছে তাঁর ভক্তদের (Amir Khan)।
কে এই গৌরী স্প্র্যাট?
সূত্রের খবর, গৌরী স্প্র্যাট বেঙ্গালুরুর বাসিন্দা এবং শহরের এক বিখ্যাত সেলুনের মালিক রীতা স্প্র্যাটের মেয়ে। সারা জীবন বেঙ্গালুরুতেই কাটিয়েছেন তিনি। তাঁর লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী, ২০০৪ সালে লন্ডনের ইউনিভার্সিটি অব আর্টস থেকে ফ্যাশন স্টাইলিং ও ফটোগ্রাফি বিষয়ে কোর্স করেন। বর্তমানে তিনি মুম্বাইয়ে একটি “BBlunt” সেলুন চালান এবং আমির খানের প্রোডাকশন হাউসেও কাজ করছেন।
প্রেমের কাহিনি: ২৫ বছরের চেনা, ১৮ মাসের ডেটিং
গৌরী স্বীকার করেছেন, ২৫ বছর ধরে আমিরকে চেনেন তিনি, তবে ১৮ মাস আগে তাঁদের প্রেমের সম্পর্ক শুরু হয়। এতদিন এই সম্পর্কের কথা গোপন রেখেছিলেন তাঁরা। আমির মজা করে বলেন, “দেখুন, আমি আপনাদের এতটুকুও টের পেতে দিইনি!”
গৌরীর একটি ছয় বছরের সন্তান রয়েছে। আমির জানিয়েছেন, তিনি গৌরীকে নিজের পরিবার ও সন্তানদের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছেন এবং সবাই এই সম্পর্ক মেনে নিয়েছেন।
বিয়ে নিয়ে কী বললেন আমির?
আমির বলেন, “আমি দু’বার বিয়ে করেছি। তবে ৬০ বছর বয়সে আবার বিয়ে করাটা কেমন দেখাবে, জানি না! তবে দেখা যাক…”।
উল্লেখ্য, আমিরের প্রথম স্ত্রী রীনা দত্ত এবং দ্বিতীয় স্ত্রী কিরণ রাও– দুজনের সঙ্গেই তাঁর সম্পর্ক এখনো বন্ধুত্বপূর্ণ। গৌরীর সঙ্গে আমিরের পরিচয় ২৫ বছর আগেই হয়েছিল, তবে মাঝখানে যোগাযোগ হারিয়ে যায়। দুই বছর আগে আবার যোগাযোগ হওয়ার পরই তাঁদের ঘনিষ্ঠতা বাড়ে।
এই সম্পর্ক নিয়ে ভক্তদের প্রতিক্রিয়া কেমন হয়, সেটাই এখন দেখার!