পানাগড়ের ঘটনায় নতুন মোড় (Calcutta High Court)। চন্দননগরের ইভেন্ট ম্যানেজার সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যু ইভটিজিংয়ের কারণে হয়নি, বরং এটি একটি দুর্ঘটনা— এমনটাই আদালতে (Calcutta High Court) দাবি করল রাজ্য সরকার। বুধবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) একটি মিডিয়া হাউসের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (AG) কিশোর দত্ত সওয়াল করে জানান, সুতন্দ্রার মৃত্যু উদ্দেশ্যপ্রণোদিত নয়, বরং এটি নিয়ন্ত্রণ হারানোর ফল (Calcutta High Court)।
রাজ্যের দাবি, সুতন্দ্রা চট্টোপাধ্যায় বুদ্ধগয়ার একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। তাঁর গাড়িটি পানাগড়ের একটি পেট্রোল পাম্পে গিয়ে তেল ভরে রওনা দেয়। সেই সময়, একটি ক্রেটা গাড়িও দ্রুত গতিতে চলছিল, যার মালিকের ছেলে বিষপান করে বর্ধমান হাসপাতালে ভর্তি ছিলেন। পরিবারের আশঙ্কা ছিল, তাঁর মা বা স্ত্রীও আত্মঘাতী হতে পারেন। সেই কারণে দ্রুত গাড়ি চালিয়ে তাঁরা হাসপাতালে ফিরছিলেন।