উত্তরাখণ্ডে তীর্থযাত্রীদের জন্য বড় উপহার দিল কেন্দ্রীয় সরকার (Kedarnath)। এবার পাহাড়ি পথ পেরিয়ে কেদারনাথে (Kedarnath) পৌঁছানোর ঝামেলা কমতে চলেছে। জাতীয় রোপওয়ে উন্নয়ন কর্মসূচির আওতায় সোনপ্রয়াগ থেকে কেদারনাথ (Kedarnath) পর্যন্ত রোপওয়ে প্রকল্পের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।
কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা অনুযায়ী, ১২.৯ কিলোমিটার দীর্ঘ এই রোপওয়ে তৈরি করতে ব্যয় হবে ৪,০৮১ কোটি টাকা। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে বর্তমানে ৮-৯ ঘণ্টার দীর্ঘ যাত্রা মাত্র ৩৬ মিনিটে সম্পন্ন করা যাবে। এর ফলে বিশেষ করে বয়স্ক তীর্থযাত্রীদের জন্য কেদারনাথ যাত্রা অনেক সহজ ও আরামদায়ক হবে।
শুধু কেদারনাথ নয়, গোবিন্দঘাট থেকে হেমকুণ্ড সাহিব পর্যন্ত ১২.৪ কিলোমিটার দীর্ঘ আরেকটি রোপওয়ে প্রকল্পের অনুমোদনও দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে ২,৭৩০ কোটি ১৩ লক্ষ টাকা। রোপওয়েটি চালু হলে হেমকুণ্ড সাহিবের তীর্থযাত্রী এবং ‘ভ্যালি অফ ফ্লাওয়ার্স’ দর্শনে আসা পর্যটকদের যাত্রা আরও সহজ হবে।
সোনপ্রয়াগ-কেদারনাথ রোপওয়ে প্রকল্পটি সরকারি-বেসরকারি অংশীদারিত্বে তৈরি ও পরিচালিত হবে। অনুমোদন পাওয়া প্রকল্প অনুযায়ী, প্রতিদিন রোপওয়েতে ১৮,০০০ যাত্রী যাতায়াত করতে পারবেন। এই উদ্যোগ কেদারনাথ এবং হেমকুণ্ড সাহিব যাত্রাকে আরও সুগম ও দ্রুত করবে, পাশাপাশি পর্যটনকেও বাড়াবে বলে মনে করছে বিশেষজ্ঞরা।