টলিউডের (Tollywood) দুই সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জিৎকে একসঙ্গে দেখার স্বপ্ন এবার বাস্তবে পরিণত হতে চলেছে! বরাবরই অনুরাগীদের চমকে দিতে ভালোবাসেন ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ(Tollywood), আর এবারও তার ব্যতিক্রম নয়। কলকাতায় এক অনুষ্ঠানে(Tollywood) নিজেই জানালেন বড় চমকের খবর— খুব শীঘ্রই তাঁকে ও জিৎকে একসঙ্গে দেখা যাবে একটি বাংলা ছবিতে (Tollywood)। যদিও ছবির নাম প্রকাশ্যে আনেননি তিনি, রেখে দিয়েছেন রহস্যই (Tollywood)।
তবে এই মুহূর্তে যা নিশ্চিত, তা হলো নীরজ পাণ্ডের নতুন ওয়েব সিরিজ ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এ একসঙ্গে পর্দায় আসতে চলেছেন প্রসেনজিৎ ও জিৎ। ২০ মার্চ নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে সিরিজটি, যেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন এই দুই টলিউড তারকা। বুধবার কলকাতার এসপ্ল্যানেড ট্রাম ডিপোতে সিরিজের ট্রেলার লঞ্চের সময় এই ঘোষণা করেন প্রসেনজিৎ নিজেই।
‘খাকি: দ্য বিহার চ্যাপ্টার’-এর পর এবার ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর দায়িত্ব নিয়েছেন পরিচালক দেবাত্মা মণ্ডল ও নির্মাতা নীরজ পাণ্ডে। সিরিজটিতে অভিনয় করছেন— প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, শাশ্বত চট্টোপাধ্যায়, চিত্রাঙ্গদা সিং, ঋত্বিক ভৌমিক আদিল জাফার খান। ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই অনুরাগীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। বিশেষ করে এক ফ্রেমে দুই সুপারস্টারকে দেখার অপেক্ষা যেন আরও বেড়ে গেল।
যদিও নতুন বাংলা ছবির বিষয়ে বিস্তারিত কিছু জানাননি প্রসেনজিৎ, তবে ইঙ্গিত দিয়েছেন যে শীঘ্রই বড় ঘোষণা আসতে চলেছে। ইতিমধ্যেই দুই সুপারস্টারের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন— কবে একসঙ্গে বড়পর্দায় ধরা দেবেন প্রসেনজিৎ ও জিৎ।
অপেক্ষা আর কিছুদিনের!