Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • Anupam Roy: কয়েক মাস আগেই প্রশ্মিতার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন! অনুম রায়ের পোস্টে নতুন করে বাড়ছে জল্পনা
বিনোদন

Anupam Roy: কয়েক মাস আগেই প্রশ্মিতার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন! অনুম রায়ের পোস্টে নতুন করে বাড়ছে জল্পনা

Email :71

মাত্র কয়েক মাস আগে গাঁটছড়া বেঁধেছেন গায়ক-সঙ্গীত পরিচালক অনুপম রায় (Anupam Roy) এবং গায়িকা প্রশ্মিতা পাল। চলতি বছরের মার্চ মাসে তাঁদের (Anupam Roy) বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকেই নানা অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাচ্ছে এই দম্পতিকে। তবে সম্প্রতি অনুপমের (Anupam Roy) একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হয়েছে জল্পনা।

শুক্রবার রাতে অনুপম তাঁর এবং প্রশ্মিতার একটি ছবি শেয়ার করেন। ছবিতে তাঁকে দেখা গেছে লাল ধুতি, লাল পাঞ্জাবি, এবং চাদরে একেবারে বাঙালি সাজে। অন্যদিকে প্রশ্মিতা সেজে উঠেছিলেন সাদা শাড়ি ও স্লিভলেস ব্লাউজে। মিষ্টি হাসিতে ভরা এই ছবিতে প্রশংসায় ভাসছেন প্রশ্মিতা।

তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে অনুপমের পোস্টের ক্যাপশন। তিনি লিখেছেন, “কোথা থেকে এত সমস্যা বল হতে থাকে আমদানি? যদি বা একটা মেটে আর একটা ছুড়ে মারে ফুলদানি! তখনই জীবনে তুমি দেখা দাও ভালবাসা সন্ধানী…।” যদিও প্রথমে অনুরাগীরা তাঁর এই পোস্ট দেখে হতভম্ব হয়েছিলেন, পরে বিষয়টি স্পষ্ট হয়। ক্যাপশনের লাইনটি আসলে মৈনাক ভৌমিক পরিচালিত সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ভাগ্যলক্ষ্মী -তে অনুপমের লেখা একটি গানের কথা।

এই পোস্ট প্রকাশ্যে আসার পর অনুরাগীদের নানা মন্তব্যে ভরে যায় সোশ্যাল মিডিয়া। কেউ প্রশংসা করেছেন অনুপমের বাঙালি লুকের, আবার কেউ ক্যাপশন দেখে রসিকতা করেছেন। এক অনুরাগী মন্তব্য করেন, “উত্তমকুমার ও সৌমিত্র চট্টোপাধ্যায়ের পর আপনি একমাত্র হ্যান্ডসাম বাঙালি!” আবার অন্য একজন লেখেন, “আবার সমস্যা হল নাকি?”

উল্লেখ্য, অনুপম রায়ের এটি তৃতীয় বিয়ে। ২০২১ সালে তাঁর দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সম্পর্কের ইতি ঘটে। প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী, যিনি পেশায় সমাজকর্মী, গত বছর বিয়ে করেন গায়ক-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়কে। এর তিন মাস পর প্রশ্মিতার সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেন অনুপম। বছরখানেকের প্রেমপর্ব শেষে দুই পরিবারের উপস্থিতিতে তাঁরা আইনি বিয়ে সারেন।

অনুরাগীদের মতে, গান ও সম্পর্ক নিয়ে অনুপমের এই খোলা মনের প্রকাশ তাঁকে আরও বেশি প্রিয় করে তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts