ঝাঁসির বরুয়াসাগর পুলিশ স্টেশনের ধামন আউটপোস্টের ইনচার্জ নবাব সিং সম্প্রতি এক অদ্ভুত এবং রহস্যজনক ঘটনার মুখোমুখি হন (Viral News)। একদিন রাতের রুটিন টহলে তিনি যখন ঝাঁসির ধামনা এলাকায় ছিলেন, তখন রাস্তার ধারে দেখতে পান এক অদ্ভুত দর্শনধারী ব্যক্তি (Viral News)। প্রথমে তাকে হতদরিদ্র ভিখারি মনে হলেও, পুলিশ যখন তার পরিচয় জানতে চায়, তখন চমকপ্রদ তথ্য সামনে আসে (Viral News)।
পুলিশের কাছে ওই ব্যক্তি তার পরিচয় জানানোর পর, গোটা পুলিশ মহল কেঁপে ওঠে। জানা যায়, ওই ব্যক্তির নাম নাথুনি পাল, যিনি বিহারের রোহতাস জেলার আকোড়াগোলা গ্রামের বাসিন্দা। কিন্তু অবাক করা তথ্য হল, বিহার পুলিশ রেকর্ড অনুযায়ী, নাথুনি পাল ১৬ বছর আগে খুন হয়ে মৃত হয়েছেন এবং তার দেহ মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল।
২০০৮ সালে নাথুনি পালকে অপহরণ, খুন এবং দেহ গায়েব করার অভিযোগে চারজন গ্রামবাসী গ্রেফতার হয়েছিলেন, এবং তারা বর্তমানে বিচারাধীন। কিন্তু এখন প্রশ্ন উঠছে, ১৬ বছর আগে মৃত ব্যক্তি কীভাবে আবার জীবিত হয়ে রাস্তায় দেখা দিলেন?
এ ঘটনায় বিহার পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠছে। পুলিশের তরফে বলা হয়েছে, এক রুটিন পেট্রলের সময় নাথুনি পালকে জীবিত অবস্থায় দেখা গেছে, যদিও তার মৃত্যু ২০০৮ সালে ঘটেছে বলে রেকর্ড রয়েছে। এটি এক রহস্যময় পরিস্থিতি তৈরি করেছে, এবং পুলিশের তদন্তের বিষয় হয়ে দাঁড়িয়েছে।