সম্প্রতি ডিভোর্স ঘোষণা করেছেন বিশ্বখ্যাত সঙ্গীত শিল্পী এ আর রহমান (Rahman)। তার এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছিল তুমুল বিতর্ক, এবং শোনা গিয়েছিল, সহকর্মীর সঙ্গে পরকীয়া সম্পর্কের কারণে বিবাহ বিচ্ছেদ (Rahman) ঘটেছে। তবে রহমানের (Rahman) আইনজীবী পরে এই খবরটি অস্বীকার করেন। এর মধ্যে, এবার রহমানকে (Rahman) নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন জনপ্রিয় গায়ক সোনু নিগম।
এক সাক্ষাৎকারে রহমানের সম্পর্কে মন্তব্য করতে গিয়ে সোনু নিগম বলেন, “রহমান এমন একজন ব্যক্তি, যিনি খুব কম কথা বলেন এবং সম্পর্ক গড়তেও আগ্রহী নন। আমার সঙ্গে আলাপ হওয়ার পর থেকেই আমি বুঝতে পেরেছি, রহমানের একটি নির্দিষ্ট সীমা রয়েছে, যার মধ্যে তিনি নিজেকে প্রকাশ করেন। স্পষ্ট কথায়, রহমান একেবারেই মিশুকে নন। তিনি শুধু কাজ নিয়েই ব্যস্ত থাকেন, গসিপ বা ব্যক্তিগত জীবন নিয়ে তিনি কোনোরকম আলোচনা করতে চান না।”
এছাড়াও, কিছুদিন আগে গায়ক অভিজিৎ ভট্টাচার্যও রহমানের কর্মপদ্ধতি নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন। তার মতে, “রাতের বেলা কাউকে ডেকে গান রেকর্ডিং করার মতো আচরণকে ক্রিয়েটিভিটি বলে প্রশংসা করা উচিত নয়।” এখন দেখার বিষয়, এই মন্তব্যগুলি রহমানের ক্যারিয়ারে বা ব্যক্তিগত জীবনকে কীভাবে প্রভাবিত করে।