Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • Kangana Ranaut: আমি চাই করণ জোহর আমার ডিরেকশনে অভিনয় করুক! বিস্ফোরক দাবি কঙ্গনা রানাউতের
বিনোদন

Kangana Ranaut: আমি চাই করণ জোহর আমার ডিরেকশনে অভিনয় করুক! বিস্ফোরক দাবি কঙ্গনা রানাউতের

Email :3

বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut), যিনি বহুবার পরিচালক ও প্রযোজক করণ জোহরকে ‘নেপোটিজমের ঝান্ডাধারী’ বলে কটাক্ষ করেছেন, এবার সেই করণ জোহরকেই নিজের সিনেমায় কাস্ট করার ইচ্ছা প্রকাশ করেছেন (Kangana Ranaut)। এই ঘটনাটি যেন একেবারে হিসেবের উলট পুরাণ(Kangana Ranaut) !

সম্প্রতি কঙ্গনা রানাউত ‘এমার্জেন্সি’ ছবির প্রচারের জন্য ‘ইন্ডিয়ান আইডল’ শো-এ উপস্থিত হয়েছিলেন। সেখানেই তিনি করণ জোহরের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তবে, শর্ত একটাই—কঙ্গনা পরিচালকের আসনে থাকবেন, আর করণ জোহর অভিনয় করবেন। তিনি বলেন, “করণের উচিত আমার সঙ্গে একটি সিনেমা করা। আমি তাঁকে ভালো চরিত্র দেব, এবং একদম ভালো সিনেমা বানাব। সিনেমায় শাশুড়ি-বউমার ঝগড়া থাকবে না, কোনও পিআর প্রক্রিয়া নাক গলাবে না। একটি সৎ সিনেমা বানাব, যেখানে আমি তাঁকে যথাযোগ্য চরিত্র দেব।”

এটা একেবারেই নতুন অবস্থান, কারণ কঙ্গনা ২০১৭ সালে ‘কফি উইথ করণ’ শোতে করণ জোহরকে ‘মুভি মাফিয়া’ বলে তীব্র সমালোচনা করেছিলেন। আরও একবার, ২০২৩ সালে ‘রকি অউর রানি’ সিনেমার সময়ও তিনি করণ জোহরের কাজের নিন্দা করেছিলেন, তাকে একই ধরনের সিনেমা বারবার তৈরি করার জন্য তীব্র সমালোচনা করেছিলেন। এমনকি বলেছিলেন, “করণ জোহর, আপনার লজ্জা হওয়া উচিত। আপনি আবার একই ধরনের সিনেমা বানাচ্ছেন, আর বলছেন আপনি ভারতীয় সিনেমার অগ্রদূত।”

তবে, এবার একেবারে বিদ্রুপের সুরে সেই করণ জোহরকেই নিজের সিনেমায় অভিনয়ের সুযোগ দেওয়ার কথা বললেন কঙ্গনা, যা সত্যিই সিনেমা জগতের জন্য এক অদ্ভুত ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts