সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে রাজ্যের জমি চুক্তি ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক (Calcutta High court)। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এলাকায় ইস্পাত কারখানা গড়ার জন্য ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ককে ১ টাকায় জমি লিজ দেওয়া হয়েছিল (Calcutta High court)। এই নিয়ে জনস্বার্থ মামলা ওঠে কলকাতা হাইকোর্টে (Calcutta High court)।
প্রশ্ন উঠেছে, প্রয়াগ গ্রুপের ফিল্ম সিটি প্রকল্পের জন্য বরাদ্দ জমি, যা পরে বাজেয়াপ্ত করা হয়েছিল, তা সৌরভকে ১ টাকায় লিজে দেওয়ার সিদ্ধান্ত কীভাবে নেওয়া হল! বৃহস্পতিবার বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ জানিয়েছে, রাজ্য সরকারের সঙ্গে সৌরভের চুক্তিতে হাইকোর্ট হস্তক্ষেপ করবে না। তবে জমি সহ প্রয়াগ গ্রুপের যাবতীয় সম্পত্তির ভ্যালুয়েশন করানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় রাজ্য সরকার সেবি (SEBI)-কে সবরকম সাহায্য করবে।
ভ্যালুয়েশনের পরে সেই সম্পত্তি নিলামে তোলা হবে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, নিলামে সৌরভ বা তার সংস্থা অংশগ্রহণ করতে পারে। প্রাসঙ্গিক দাম দিলে সেই সম্পত্তির অধিকার তারা পাবে। আগামী ১৩ ফেব্রুয়ারির মধ্যে ভ্যালুয়েশন ও নিলামের অগ্রগতি সম্পর্কে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
প্রয়াগ গ্রুপ একসময় ফিল্ম সিটি প্রকল্পের জন্য চন্দ্রকোনায় ৭৫০ একর জমি পেয়েছিল। কিন্তু চিটফান্ড মামলায় অভিযুক্ত হওয়ার পর সেই জমি বাজেয়াপ্ত করা হয়। অভিযোগ ওঠে, এই বাজেয়াপ্ত জমি থেকেই কিছুটা অংশ সৌরভের সংস্থাকে ইস্পাত কারখানা তৈরির জন্য দেওয়া হয়েছে। এই চুক্তি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হলে হাইকোর্টে বিষয়টি উত্থাপিত হয়। আদালতের এই রায়ে জমি বিতর্কের ভবিষ্যৎ নির্ভর করছে ভ্যালুয়েশন ও নিলাম প্রক্রিয়ার উপর।
প্রথমে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইস্পাত কারখানা শালবনী বা গড়বেতায় হওয়ার কথা জানা গিয়েছিল। তারপর সৌরভ গঙ্গোপাধ্য়ায়দের প্রস্তাবিত ইস্পাত কারখানা চন্দ্রকোনা রোডের ডুকিতে হওয়ার সম্ভাবনা দেখা দেয়। সৌরভ গঙ্গোপাধ্যায় ১ টাকা লিজে এই জমি নিয়েছিলেন। কিন্তু এই জমি প্রয়াগের। গত বছর স্পেনের মাদ্রিদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উপস্থিতিতে বাণিজ্য সম্মেলনের মঞ্চে সৌরভ ঘোষণা করেছিলেন শালবনিতে ইস্পাত কারখানা গড়ে উঠতে চলেছে। কিন্তু শালবনীতে জমি পাওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেয়। তারপর গড়বেতার নাম উঠে এসেছিল।