দেবভক্তদের একাংশের তোপের মুখে (Tollywood) পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। অভিযোগ, (Tollywood) দেবের সিনেমার সঙ্গে শিবপ্রসাদের সিনেমা রিলিজ করলে ফল ভালো হবে না, এমন হুমকি দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে (Tollywood) চিত্রনাট্যকার জিনিয়া সেন পালটা জবাব দিয়েছেন ‘পুষ্পা’ স্টাইলে, “হাম ঝুঁকেগা নেহি!” এই বিষয়টি ঘিরে সোশ্যাল মিডিয়ায় উত্তেজনা তুঙ্গে। এরই মাঝে বুধবার শিবপ্রসাদ এবং জিনিয়াকে রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তর ভবানী ভবনে দেখা যায়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, দেবভক্তদের হুমকি নিয়ে নালিশ জানাতেই কি তারকাদম্পতি (Tollywood) গোয়েন্দা দপ্তরে পৌঁছেছিলেন, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনও কারণ?
রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তরের কর্তাদের সঙ্গে শিবপ্রসাদ এবং জিনিয়ার বৈঠক ঘিরে জল্পনার শেষ নেই। যদিও তারকাদম্পতি এ বিষয়ে মুখ খুলতে নারাজ। একাংশের দাবি, দেবভক্তদের ট্রোলিং এবং হুমকির কারণে তাঁরা অভিযোগ জানাতে গিয়েছিলেন। আবার অন্য একটি সূত্র বলছে, শিবপ্রসাদের প্রযোজনা সংস্থা উইন্ডোজের আসন্ন ছবি ‘রক্তবীজ ২’-এর গবেষণার জন্যই পুলিশি দপ্তরে তাঁদের উপস্থিতি।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার। দেবভক্তদের একাংশ অভিযোগ করে, শিবপ্রসাদের ছবি দেবের ছবির সঙ্গে মুক্তি পেলে তাঁরা তা মেনে নেবেন না। সোশ্যাল মিডিয়ায় শিবপ্রসাদকে ট্যাগ করে লেখা হয়, “দেব ফ্যান-পাওয়ার জানিস না? রিলিজ বন্ধ কর নাহলে অবস্থা খারাপ হবে।” অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি হুমকিও দেওয়া হয়। পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে চিত্রনাট্যকার জিনিয়া সেন বলেন, “ফ্যান ক্লাবের উপদ্রব সোশ্যাল মিডিয়ার অংশ হয়ে গেছে। ট্রোলিং আর হুমকি আমাদের সিনেমার গতি থামাতে পারেনি, পারবেও না। রাজনৈতিক চাপ বা আইটি সেলের প্রভাব থাকলেও আমরা পিছিয়ে আসব না।”
দেবের সাম্প্রতিক ছবি ‘খাদান’-এর বক্স অফিস সাফল্য নিয়ে উচ্ছ্বাস দেখা যায় ভক্তদের মধ্যে। এরই মাঝে শিবপ্রসাদের আসন্ন ছবি মুক্তি নিয়ে বিতর্ক মাথাচাড়া দেয়। দেব নিজে আগেই বলেছেন, “বহুরূপী’-এর সফলতা আমাদের পথ দেখাচ্ছে।” সোশ্যাল মিডিয়া হুমকির এই ঘটনা শুধু বিনোদনের দুনিয়ায় নয়, বরং ফ্যানডম এবং তার প্রভাব নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। দেবভক্তদের হুমকির কারণেই কি শিবপ্রসাদ-জিনিয়া ভবানী ভবনে গিয়েছিলেন, নাকি এর পিছনে অন্য কোনও কারণ লুকিয়ে রয়েছে, তা এখনও স্পষ্ট নয়।