Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • Ranvir singh:  দুয়ার কাছে ঘেঁষতেই দিলেন না পাপারাজ্জিকে! ভাইরাল রণবীর সিংয়ের ভিডিও
বিনোদন

Ranvir singh:  দুয়ার কাছে ঘেঁষতেই দিলেন না পাপারাজ্জিকে! ভাইরাল রণবীর সিংয়ের ভিডিও

Email :6

লাইমলাইটে থাকতে খুব ভালোবাসেন (Ranvir singh)। পার্টি হোক বা আম্বানি ওয়েডিং, সবচেয়ে বেশি তাঁকেই উচ্ছ্বসিত হয়ে নাচতে দেখা গিয়েছে (Ranvir Singh)। কিন্তু মেয়ের ব্যাপারে রণবীর সিংয়ের (Ranvir Singh) কোনও আপস নয় নীতি। তাই তো গাড়িতে ঘুমন্ত দুয়ার কাছে ঘেঁষতেই দিলেন না পাপারাজ্জিকে! সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও (Ranvir singh)।

সম্প্রতি মুম্বই ফিরেছেন দীপিকা। স্ত্রীকে রিসিভ করতে বিমানবন্দরে গিয়েছিলেন রণবীর। তারকাদের আসার খবর ফটোশিকারিদের কাছে থাকেই। ছবির জন্য পোজ দেতে দীপিকা-রণবীরেরও ক্লান্তি বা আপত্তি নেই। একসঙ্গেই ছবির আবদার মেটান তারকা দম্পতি। কিন্তু পাপারাজ্জি তাঁদের পিছু নিয়ে গাড়ির কাছে যেতেই বাধা দেন রণবীর। অত্যন্ত বিনীতভাবে তারকা জানান, গাড়িতে তাঁর ছোট্ট মেয়ে দুয়া ঘুমাচ্ছে। তাই ফ্ল্যাশবাল্বের ঝলকানি নিয়ে সেখানে যেন কেউ না যান। সকলকে চিৎকার করতেও বারণ করেন তারকা।

গত বছরের ফেব্রুয়ারি মাসেই অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানান দীপিকা। সেই সময়ই জানিয়েছিলেন, সেপ্টেম্বরে ভূমিষ্ঠ হবে তাঁর রণবীরের সন্তান। ৮ সেপ্টেম্বর দীপিকার কোল জুড়ে এসেছে কন্যা সন্তান। মেয়ে হওয়ার পর ক্যামেরার থেকে দূরেই ছিলেন দীপিকা। চলে গিয়েছিলেন বেঙ্গালুরু।

বেঙ্গালুরুতে দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্টে অভিনেত্রীকে মঞ্চে দেখা যায়। অনুরাগীদের উদ্দেশে হাত নাড়েন। বন্ধু দিলজিতের গানের ছন্দে ছন্দ মেলান। আবার উপস্থিত দর্শকদের দিকে উপহারও ছুড়ে দেন। সম্ভবত বেঙ্গালুরু থেকেই মুম্বইয়ে ফিরেছেন দীপিকা। শোনা যাচ্ছে, নিজের মেয়ের দায়িত্ব এখনই কোনও ন্যানির হাতে দিতে নারাজ দীপিকা। আপাতত নিজে দুয়ার খেয়াল রাখতে চান। পর্যাপ্ত সময় নিয়েই ফিরবেন কাজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts