ফের একবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এলেন ফিরহাদ হাকিম (Firhad hakim)। তিনি (Firhad hakim) বাংলাদেশ সীমান্তে বসবাসকারী ভারতীয়দের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি (Firhad hakim) বলেন, সীমান্তে বসবাসকারী ভারতীয়রা বাংলাদেশের উদ্দেশ্যে উসকানিমূলক মন্তব্য করেছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভাইরাল ভিডিওয়ের প্রেক্ষিতে তিনি (Firhad hakim) এই মন্তব্য করেছেন।
বৃহস্পতিবার কলকাতা পুরসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরকমন্তব্য করেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। প্রসঙ্গত, একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে বিএসএফকে মালদায় বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দিতে বাধা দেন। এই পরিস্থিতিতে বিএসএফের পাশে দাঁড়িয়ে বাংলাদেশের সীমান্ত লাগোয়া ভারতীয় গ্রামবাসীরা বন্দেমাতারম স্লোগান দিতে থাকেন। এই প্রসঙ্গে কলকাতায় মেয়র ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হয়। সীমান্তে গণ্ডগোল নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়। এই প্রসঙ্গে তিনি বলেন, “হওয়া উচিতও নয়। এখান থেকেও কিছু উসকানিমূলক স্লোগান শুনলাম, আপনাদেরই টিভিতে শুনলাম। এটা কাম্য নয়। কাম্য হচ্ছে, আমাদের বর্ডার আমরা বেড়া দেব। ওদের বর্ডার ওরা যদি ইচ্ছা করে দেবে। এটার মধ্যে কেন বিরোধ আমি বুঝতে পারি না। সীমান্তে যেখানে কাঁটাতারের বেড়া নেই, যার ফলে বাংলাদেশিরা ভারতীয়দের ফসল কেটে নিয়ে চলে যাচ্ছে এই ব্যাপারটা বিএসএফের আরও দেখা উচিত। অমিত শাহকে বলা উচিত আরও কঠোর হওয়ার জন্য। বিএসএফ লোক ঢুকিয়ে দেবে, এখানে খাগড়াগড় হবে, এখানে সন্ত্রাসবাদী আসবে, এটা তো উচিত নয়। এটা তো আমাদের অস্বীকার করার কিছু নেই যে বাংলাদেশ এখন দুর্বৃত্তদের দেশ। সেখাকে আটকাতে হবে তো। যাতে এখানে প্রভাব না পড়ে। আমি খুলে দিয়ে চুপ করে রইলাম। আমি এখানে কমিউনালাইজ করব, এখানে বিভাজনের রাজনীতি করার জন্য বিএসএফকে বললাম চুপ করে থাকো। এটা তো উচিত না। দেশের নিরাপত্তা সব থেকে আগে। দেশের স্বার্থের আগে কিচ্ছু নেই। রাজনীতিও নেই। হওয়া উচিত নয়।”
ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা ক্রমেই বাড়ছে। মুর্শিদাবাদ, মালদহ এবং নদিয়ার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের বিরুদ্ধে লাগাতার উস্কানির অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার পেট্রাপোল সীমান্তে বিএসএফ এবং বিজিবির মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হতে চলেছে। বৈঠকে উপস্থিত থাকবেন বিএসএফ-এর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি মনীন্দ্র সিং পাওয়ার এবং যশোর ডিভিশনের বিজিবি কমান্ডার।