Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • Firhad Hakim: মানুষ যখন প্রথম সিগারেট খেতে শেখে… ফিরহাদের তীব্র সমালোচনা মদন মিত্রের
রাজ্য

Firhad Hakim: মানুষ যখন প্রথম সিগারেট খেতে শেখে… ফিরহাদের তীব্র সমালোচনা মদন মিত্রের

Email :11

বিস্ফোরক মন্তব্য করে বার বার সমালোচনার মুখে পড়তে হয়েছে কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে (Firhad Hakim)। তাঁর মন্তব্য ঘিরে রাজ্য-রাজনীতিতে কার্যত ঝড় বয়ে গেছে (Firhad Hakim)। ফিরহাদ হাকিমের (Firhad Hakim)মন্তব্যকে সমর্থম করেনি তৃণমূলও। সূত্রের খবর, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ধমক খেতে হয়েছে ফিরহাদ হাকিমকে (Firhad Hakim)। এবার তাঁর (Firhad Hakim) সমালোচনা করলেন কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র।

ফিরহাদ হাকিমের তীব্র সমালোচনা করে মদন মিত্র বলেন, ‘‌যখন নতুন কেউ সিগারেট খেতে শেখে তখন সে রাস্তায় সিগারেট ফুঁকতে ফুঁকতে যায়। কখন বাবার সামনে ফুঁকছে, কখন কাকার সামনে ফুঁকছে, খেয়াল থাকে না। তেমনই যাঁরা পার্টিতে নতুন, কোনও রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই, তাঁরা যখন তখন কোনও একটা কথা বলে দলের সামনের সারিতে আসতে চান।’‌ যদিও নিজের মন্তব্যের ব্যাখ্যা করতে গিয়ে ফিরহাদ হাকিম বলেছেন, ‘‌তৃণমূলের কোনও বর্ষীয়ান নেতা কিন্তু ববির মন্তব্য নিয়ে কিছু বলেননি। সৌগত রায়, মণীশ গুপ্ত, সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাঁরা কেউ কিছু বলেননি। দল যা বলার বলে দিয়েছে। মন্তব্যটা ভাল হয়নি। কোন পরিস্থিতিতে বেরিয়ে গিয়েছে, সেটা দেখতে হবে। তবু মনে করি, ববি সিনিয়র ছেলে। এরকম না বললে ভাল হতো। ববি আদ্যোপান্ত ধর্মনিরপেক্ষ। কিছু একটা বলতে গিয়ে মুখ দিয়ে বেরিয়ে গিয়েছে। সিনেমায় বারবার রিটেক, কাট হয়। আমাদের তো সেই সুযোগ নেই। আলটপকা বেরিয়ে গিয়েছে। এটা উপেক্ষা করাই ভালো।’

ফিরহাদ হাকিম ধনধান্য স্টেডিয়ামে বলেছিলেন, ‘‌বাংলায় আমরা ৩৩ শতাংশ। দেশে আমরা ১৭ শতাংশ। আমাদের সংখ্যালঘু বলা হয়। কিন্তু আমরা নিজেদের সংখ্যালঘু বলে মনে করি না। আমরা মনে করি, উপরওয়ালার আশীর্বাদে একদিন আমরা সংখ্যাগুরুর চেয়েও সংখ্যাগুরু হতে পারি।’‌ তাঁর এই মন্তব্য নিয়ে প্রধান বিরোধী দল বিজেপিও কড়া বার্তা দিয়েছে। তাঁদের হাতে চলে এসেছে মোক্ষম অস্ত্র। এই পরিস্থিতিতে সমালোচনা করেন ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘‌জিন্দেগি লম্বি নেহি, বড়ি হোনে চাইয়ে হুজুর হাকিমজি।’‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts