একটি মর্মান্তিক পথ দুর্ঘটনায় কোচবিহারের এক সিভিক ভলেন্টিয়ারের (Civic Volunteer) মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার যখন ওই সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteer) কর্তব্যরত অবস্থায় ছিলেন, তখন ১৬ চাকার একটি ট্রলার তাঁকে (Civic Volunteer) পিষে দিয়ে গিয়েছে বলে অভিযোগ। ঘটনাস্থলেই ওই সিভিক ভলেন্টিয়ারের (Civic Volunteer) মৃত্যু হয়। মর্মান্তিক এই পথ দুর্ঘটনা ঘটেছে আলিপুরদুয়ারের সলসলাবাড়ি এলাকায় (Civic Volunteer)। এই ঘটনার পরেই ক্ষুব্ধ হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা (Civic Volunteer)। তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন।
জানা গিয়েছে, নিহত ওই সিভিক ভলান্টিয়ারের নাম বিশ্বজিৎ গোস্বামী। শুক্রবার সকালে তিনি আলিপুরদুয়ারের সলসলাবাড়ি এলাকায় জাতীয় সড়কের ওপর কর্তব্যরত ছিলেন। সেই সময় ১৬ চাকার একটি ট্রলার প্রথমে তাঁকে ধাক্কা দেয়। তারপর তাঁকে পিষে দিয়ে চলে যায়। সিভিক ভলেন্টিয়ারের পিছন থেকে ধাক্কা মারে ট্রলারটি। তাই সিভিক ভলেন্টিয়ার প্রথমে কিছু বুঝতে পারেননি। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছেন। সিসিটিভি ফুটেজ থেকে ট্রলারটিকে ট্রেস করার চেষ্টা করছে। পুলিশ জানার চেষ্টা করছে, ট্রলারের চালক ঘটনার সময় মদ্যপ অবস্থায় ছিলেন কি না।
এদিন স্থানীয় বাসিন্দারা জানান, অসম থেকে আসা শিলিগুড়িগামী হরিয়ানার একটি ১৬ চাকার ট্রলার ওই রাস্তা দিয়ে আসছিল। বিশ্বজিৎ গোস্বামীকে ওই ট্রলার পিছন থেকে ধাক্কা মারলে তিনি রাস্তায় ছিটকে পড়ে যান। আর ট্রলারটি তড়িঘড়ি ওখান থেকে পালানোর জন্য সিভিক ভলান্টিয়ারকে পিষে দিয়ে চলে যায়। তড়িঘড়ি ওই সিভিক ভলান্টিয়ারকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা বিশ্বজিৎকে মৃত বলে ঘোষণা করেন। দ্রুত ঘটনাস্থলে পুলিশ দ্রুত উপস্থিত হয়। মৃত ওই সিভিক ভলান্টিয়ার এলাকারই বাসিন্দা। দুর্ঘটনার জেরে আধঘণ্টা ওই অঞ্চলের জাতীয় সড়কে যান চলাচল বন্ধ ছিল।