Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • জেলা
  • Murshidabad Medical College: অভিনব উদ্যোগ! চিকিৎসার জন্য আস্ত একটা গ্রাম দত্তক নিল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের পড়ুয়ারা
জেলা

Murshidabad Medical College: অভিনব উদ্যোগ! চিকিৎসার জন্য আস্ত একটা গ্রাম দত্তক নিল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের পড়ুয়ারা

Email :20

অভিনব সিদ্ধান্ত নিলেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের (Murshidabad Medical College) ১২৫ জন প্রথম বর্ষের ছাত্রছাত্রী। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের (Murshidabad Medical College) প্রথম বর্ষের পড়ুয়ারা বহরমপুরের হরিদাসমাটি গ্রাম পঞ্চায়েতের  প্রতিটি বাড়িতে গিয়ে অসুস্থ মানুষের খোঁজ খবর নেন। একজন মেডিক‌্যাল ছাত্র (Murshidabad Medical College)  তিনটি পরিবারকে তিন বছর ধরে পর্যবেক্ষণে রাখবেন। সেই কারণেই মঙ্গলবার হরিদাসমাটি গ্রাম পঞ্চায়েতের বাড়ি বাড়ি ঘুরলেন মেডিক্যাল (Murshidabad Medical College)  স্টুডেন্টরা।

ডাক্তারি পড়ুয়াদের সম্প্রদায় ভিত্তিক স্বাস্থ্যসেবার প্রতি পরীক্ষামূলক শিক্ষার সুযোগ প্রদান এবং স্বাস্থ্যের সমতা বৃদ্ধি করতে চালু হয়েছে ‘ফ্যামিলি অ‌্যাডাপশন প্রোগ্রাম’। সমাজে বৈষম্যমূলক স্বাস্থ্য পরিষেবা বন্ধ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও বর্তমান স্বাস্থ্য পরিস্থিতির উপর নজর রাখতে ডেটা তৈরি করতে শুরু করল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল।

 মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা মঙ্গলবার হরিদাসমাটি গ্রাম পঞ্চায়েতের প্রতিটি বাড়িতে যান। প্রতিটি সদস্যের কাছ থেকে স্বাস্থ্য সংক্রান্ত খবর নেন।  সেখানে তাঁরা বাড়ির মালিকের নাম, কজন সদস্য, আগের কোনও রোগ রয়েছে কিনা, বর্তমানে কি কোনও রোগ হয়েছে কিনা সব খোঁজখবর নেন।  এই প্রসঙ্গে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের পড়ুয়া   ইসাহক শেখ বলেন, “তাঁদের হাসপাতাল থেকে পাঠানো হয়েছে ‘কমিউনিটি সার্ভের’ জন্য। মোট চারবার তাঁরা বাড়ি বাড়ি সার্ভে করবেন। এলাকায় মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করাও হবে।” 

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের অন্য এক পড়ুয়া হিমাদ্রি সিনহা বলেন, “তিনটি পরিবার পিছু একজন দায়িত্ব নেবেন। ওই পরিবারের কোনও সমস্যা হলে, কোনও রোগ হলে তাঁরা ফোন করবেন দায়িত্বপ্রাপ্ত ওই ছাত্রছাত্রীকে। সঙ্গে সঙ্গে তাঁদের প্রয়োজন অনুযায়ী মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে।”

অন্যদিকে,  ফ্যামিলি অ‌্যাডাপসন প্রোগ্রাম সম্পর্কে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের সুপার অনাদি রায় চৌধুরি জানান, তাঁর অধীনস্থ হাসপাতালের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের দিয়ে ফ্যামিলি অ‌্যাডাপসন প্রোগ্রাম করানো হচ্ছে। সমাজে স্বাস্থ্য সম্পর্কিত সচেতনা তৈরি করবেন পড়ুয়ারা। সাধারণ মানুষের মধ্যে যে কোনও স্বাস্থ্য সমস্যার জন্য যোগাযোগের প্রথম বিন্দু হিসেবে কাজ করছেন ওই স্টুডেন্টরা। প্রতিটি পড়ুয়াকে তিনটি ধাপে তিন বছর ধরে অনুসরণ করার জন্য তিন থেকে পাঁচটি পরিবার দেওয়া হয়েছে। পরিবারের রোগ, অপুষ্টি এবং অসুস্থতা চিহ্নিত করছেন ওই ছাত্রছাত্রীরা। তৃতীয় অর্থাৎ শেষ পর্যায়ে এলাকার বাড়ি বাড়ি ঘুরে প্রতিবেদন জমা দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts